সম্পূর্ণ নতুন ফ্রিলেন্সারদের জন্য অনলাইনে আয় করার ক্লাস – পার্ট ১

আসসালামু আলাইকুম, অনেকদিন পর প্রিয় টেকটিউনসতে লিখতে বসলাম। প্রথমেতো সাইটটি খুঁজেই পাচ্ছিলাম না। ডোমেন নেম চেঞ্জ হয়েছে এবং টেকটিউনসর অনেক কিছুতেই পরিবর্তন দেখা যাচ্ছে। যাই হোক, আজকের টিউনে সম্পূর্ণ নতুন ফ্রিলেন্সারদের অনলাইনে আয় করার গাইড লাইন থাকবে এবং প্যাকটিক্যাল ক্লাস শুরু হবে ধারাবাহিকভাবে যদি আপনাদের আগ্রহ পাই।

নতুন ফ্রিলেন্সারদের জন্য অনলাইনে আয় করার জন্য প্রথমে উচিত মাইক্রোফ্রিলেন্সিং সাইট দিয়ে শুরু করা। নতুন ফ্রিলেন্সাররা প্রথমেই বড় মার্কেটপ্লেসে কাজ শুরু করলে কাজ পাবার সম্ভাবনা কম। কারণ সেসব মার্কেটপ্লেসে সাধারনত অনেক বেশী ফিডব্যাক আছে এমন ফ্রিলেন্সাররা কাজ নিয়ে নেন। নতুনদের সেখানে কিছু করার সুযোগ নেই। তাই নতুন ফ্রিলেন্সারদের উচিত ১ /২ ডলারে কাজ করা যায় এমন মার্কেটপ্লেসে কাজ করা। আজ এমন এক মার্কেটপ্লেস নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ।

প্রথমেই যেহেতু বলেছিলাম, আমার টিউনের টার্গেট হচ্ছে নতুন ফ্রিলেন্সার। তাই আমি ধরেই নিচ্ছি যে, আমার এই টিউনের পাঠক প্রফেশনাল কাজ সম্পর্কে খুব বেশী দক্ষ না। তাই প্রথমেই এমন ১০টি কাজ তুলে ধরব যা খুব সহজে সম্পন্ন করা যায় এবং এসব সার্ভিস দিয়ে অনলাইনে আয় করা সম্ভব।

প্রফেশনাল কাজ ১: ব্যাক লিংক তৈরি করা
প্রফেশনাল কাজ ২ : ইমেল কালেক্ট করা
প্রফেশনাল কাজ ৩: কীওয়ার্ড নির্বাচন করা
প্রফেশনাল কাজ ৪: বিজনেস ডোমেন সাজেশন
প্রফেশনাল কাজ ৫: লগো তৈরি করা
প্রফেশনাল কাজ ৬: ছবি এডিট করা
প্রফেশনাল কাজ ৭: এইচটি এম এল থীম এডিট করা
প্রফেশনাল কাজ ৮: ওয়াডপ্রেস সেটআপ ও কনফিগারেশন
প্রফেশনাল কাজ ৯: ভিজিটর প্রবাইড করা
প্রফেশনাল কাজ ১০: অনপেইজ এসইও
প্রফেশনাল কাজ ১১: এলেক্সা রেংকিং
প্রফেশনাল কাজ ১২: ডোমেইন হোস্টিং সেবা

মাইক্রোমার্কেটপ্লেসে এইসব কাজের অনেক চাহিদা রয়েছে। মূলত যারা বা যেসব কোম্পানী তাদের ওয়েবসাইটের রেংক বাড়াতে চান, কম বাজেটে তাদের ওয়েবসাইটের কাজ করাতে চান তারা এইসব কাজের জন্য ফ্রিলেন্সার হায়ার করে থাকেন। ব্যাক লিংক অনেক ভাবেই তৈরি করা যায়। যেমন - ব্লগ টিউমেন্ট করে, ক্লাসিফাইড টিউন করে, বুকমার্ক করে, গেস্ট টিউন করে ইত্যাদি। এই প্রত্যেকটি ব্যাকলিংকের প্রক্রিয়াগুলোর উপরই কাজের জন্য প্রযেক্ট তৈরি করা যায়। তেমনী উপরে বর্ণিত ১২টি সেবাকে বিভিন্ন খন্ডে বিভক্ত করে ছোট ছোট ১ / ২ ডলারের প্রযেক্ট হিসেবে মাইক্রোফ্রিলেন্স মার্কেটপ্লেসে উপস্থাপন করা হয়। নতুন ফ্রিলেন্সারদের উচিত উপরের কাজগুলো শিখে নিয়ে এসবকাজের উপর ফ্রিলেন্স মার্কেটপ্লেসে সার্ভিস প্রবাইড করা।

seoclerk‌সার্চ ইঞ্জিনের কাজসহ মাইক্রোফ্রিলেন্সিং কাজের জন্য এসইওক্লার্ক অনেক জনপ্রিয় মার্কেটপ্লেস। ১ ডলারে কাজ থেকে শুরু করে ১২৫ ডলারে কাজ এই সাইটে অফার করা হয়। ফ্রিলেন্সার হিসেবে জয়েন করে লেভেল ১ -এ ১০টি প্রজেক্ট অফার করা যায়। এই সাইটের সব থেকে ভাল যেদিকটি আমাকে এই সাইটে কাজ করতে আগ্রহী করে তা হল এই সাইটে ফ্রী বোস্ট করার একটি সুযোগ আছে। তাছাড়া কোপন কোড এবং মাসে কমপক্ষে ১ বার সেইল ডিসকাউন্ট ফিচারসমূহ অনেক ভাল লাগে।

কেউ যদি এই সাইটে কাজ করতে চান তবে আমি বলব প্রথমদিকে আপনার প্রযেক্টগুলোর অরিজিনাল প্রাইস থেকে বড় একটি ডিসকাউন্ট দিয়ে ১ ডলারের প্রযেক্টে অফার করুন। তাহলে কাজ পাওয়া সহজ হবে। নতুন ফ্রিলেন্সাররা কাজ শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রিলেন্সিং এর উপর ধারাবাহিক টিউন পেতে টিউমেন্ট করে জানাবেন। আপনাদের রেসপন্স না পেলে এই টিউনটি কন্টিনিউ হবে না।

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ

https://facebook.com/FreelancerGroup

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস