গেমস জোন [পর্ব-২৮] :: (Company of Heroes 2 / Xcom: Enemy Unknown)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

IF YOU HAVE PROBLEM WITH IMAGE LOADING THE GO TO THE MAIN POST:

http://www.tunerpage.com/archives/20673

Mobile Version:

http://www.gamertrick.com/forum2_theme_1279844.xhtml?tema=4#.URjIOlLxpkQ

হেই গেমস ভক্তরা কেমন আছো? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। গেমস জোন একে একে ১২৬ তম পর্বে আজ পা রাখল।

এবং আজ থেকে গেমস জোনকে আমি নতুন ভাবে ঢেলে সাজিয়েছি। ইএসপিএন চ্যানেলে প্রচারিত গেমস অনুষ্ঠান থেকে আইডিয়াটা মাথায় এল। এখন থেকে গেমস জোন কয়েকটি জোনে বিভক্ত প্রতিটি পর্বে। যেমন, প্রথমে থাকছে প্রিভিউ, এরপর রিভিউ, এবং সর্বশেষে থাকবে ডাউনলোড জোন। এরই সাথে এখন থেকে গেমস জোন সাপ্তাহিক টিউন এ পরিবর্তন হয়েছে। যাই হোক, গেমস জোনে আরো কি কি জোন যুক্ত করা যায় তা আমাকে জানাতে ভুলনা যেন তোমরা।

প্রিভিউ জোন: কোম্পানি অফ হিরো (২০১৩)

waal

গেমস জোনের প্রিভিউি জোনে আজকে নিয়ে এসেছি কোম্পানি অফ হিরো’স গেমস সিরিজের আপকামিং গেম কোম্পানি অফ হিরো কোম্পানি অফ হিরো’স ২ একটি আপকামিং রিয়াল-টাইম স্ট্রেটেজি গেম নিমার্ণ করেছে রেলিক এন্টারটেইমেন্ট এবং প্রকাশ করবে সেগা। গেমটি শুধুমাত্র পিসি ভার্সনে মাইক্রোসফট উইন্ডোজ প্লাটফর্ম এ মুক্তি পাবে ২০১৩ সালে। গেমটি ২০০৬ সালের কোম্পানি অফ হিরো’স গেমটির সিকুয়্যাল।

অরিজিনাল কোম্পানি অফ হিরো’স গেমস সিরিজের মতই এই গেমটির ও পটভূমি তৈরি করা হয়েছে ২য় বিশ্বযুদ্ধকে নিয়ে। তবে গেমটিতে ইষ্টার্ন ফ্রন্টে ফোকাস করা হয়েছে। কোম্পানি অফ হিরো’স ২ গেমটি রেলিক এন্টারটেইমেন্ট এর নিজস্ব গেম ইঞ্জিণ ইসেন্স ৩.০ দিয়ে নির্মিত হয়েছে। কোম্পানি অফ হিরো”স গেমস সিরিজটি টিএইচকিউ এর কাছ থেকে সেগা কিনে নেয় জানুয়ারী ২০১৩ সালে। গেমটি ২০১৩ সালের শুরু দিকে রিলিজ হবার কথা রয়েছে।

কোম্পানি অফ হিরো

Cover

নির্মাতা:

রেলিক এন্টারটেইমেন্ট

প্রকাশ করবে:

সেগা

সিরিজ:

কোম্পানিঅফহিরো

ইঞ্জিণ:

ইসেন্স ইঞ্জিণ ৩.০

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ এ।

মুক্তি পাচ্ছে:

২০১৩ সালে

ধরণ:

রিয়াল-টাইম স্ট্রেটেজি (আরপিজি)

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

http://www.youtube.com/watch?v=6IOOYqPYckk

http://www.youtube.com/watch?v=B5j0cBqhm3A

http://www.youtube.com/watch?v=29S_SaFn3YM

http://www.youtube.com/watch?v=4REF4KWtEes

খেলতে হলে যা যা দরকার:

কমপক্ষে:

মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা / সেভেন অথবা ৮ অপারেটিং সিস্টেম (এক্সপি সাপোর্ট করবে না)

কোর ২ ডুয়ো ২.০ গিগাহার্টজ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

এনভিডিয়া ৮৮০০জিএস অথবা এএমডি এইচডি ২৯০০এক্সটি সিরিজের গ্রাফিক্স কার্ড।

বিশ্বের সর্বশেষ বিশ্বযুদ্ধ, ১৯৪১ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু দিকের ঘটনা নিয়ে সাজানো হয়েছে কোম্পানি অফ হিরো’স গেমটি। যেখানে জার্মানি ফুল-স্কেল ইনভেশন ছাড়ে সোভিয়েট ইউনিয়ন এর দিকে এবং এর ফলে ১৪ মিলিয়ন এর বেশি মিলিটারী মারা যায়। গেমটিতে তোমাকে রাশিয়ার সোভিয়েট রেড আর্মির কমান্ডার হয়ে খেলতে হবে। গেমটিতে তোমাকে রাশিয়াকে মুক্ত করতে হবে। তোমার স্কিল এবং ধৈর্য্য গেমটিতে তোমাকে আগাতে সাহায্য করবে। গেমটিতে তোমাকে ইর্ষ্টান ফ্রন্ট এর বিভিন্ন স্পটে খেলতে হবে। গেমটিতে তোমাকে বার্লিন এ যেতে হবে গেমটি গেমওভার করার জন্য। গেমটি নতুন ইসেন্স ৩.০ গেম ইঞ্জিণ তৈরি তাই গ্রাফিক্স এ আসবে পরিবর্তন এছাড়াও গেম-প্লে তে থাকছে পরিবর্তন। এছাড়াও চমক হিসেবে থাকছে আবহাওয়ার ইফেক্ট। গেমটিতে ম্যাক্সিমাম সময় আবহাওয়া থাকবে ঠান্ডা এবং বরফ , তুষারপাত। গভীর তুষারপাতের কারণে গেমটিতে চলাফেরা করা যাবে ধীরে ধীরে। তবে লক্ষ্য রাখতে হলে ভাল্লূক এর আক্রমণ হতে। এছাড়াও লেক এবং নদীসমূহ থাকবে বরফে জমাট বাঁধা। এর উপর দিয়ে যাতায়াত করা যাবে। তবে বরফে জমাট বাঁধা নদীর উপর দিয়ে পারাপারের সময় শত্রুরা বোম মেরে তোমাদেরকে ডুবিয়ে দিতে পারে। তাই সাবধান!!

SC1

SC2

SC5

SC8

কোম্পানি অফ হিরো’স ২ গেমটি ডাইরেক্ট এক্স ১১ প্রযুক্তি দিয়ে তৈরি। তবে ডাইরেক্ট এক্স ৯ তেও খেলা যাবে। এছাড়াও গেমটি স্ট্রিমওর্য়াক টেকনোলজি যোগ করা হয়েছে।

টিএইচকিউ সর্বপ্রথম মে ২০১২ সালে গেমটি ব্যাপারে তথ্য প্রকাশ করে। বলা হয় যে পরবর্তী বছরে আসছে কোম্পানি অফ হিরো’স গেমটির সিকুয়্যায়। ১৯ ডিসেম্বর, ২০১২ সালে টিএইচকিউ ইকোনমিক ল্যাক এর কারণে জানুয়ারী ২৩, ২০১৩ সালে রেলিক এন্টারটেইমেন্ট টি সেগার নিকট বিক্রি করে দেয় ২৬.৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে।

***********************************************************************************

রিভিউ জোন: এক্সকম: এনেমি আননোউন (২০১২)

গেমস জোনের রিভিউ জোনে থাকছে একটি স্ট্যাটেজি বেইসেড ভিডিও গেম। আজকের গেম এক্সকম: এনেমি আননোউন।

এক্সকম: এনেমি আননোউন একটি টার্ন-বেইসেড ট্রাকট্রিক্যাল রোল-প্লেয়িং স্ট্রাটেজি ভিডিও গেম নির্মাণ করেছে ফিরেক্সসিস গেমস এবং প্রকাশ করেছে ২কে গেমস। মুক্তি পেয়েছে অক্টোবর ৯, ২০১২ সালে। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য মুক্তি পেয়েছে। গেমটি ১৯৯৪ সালে ক্ল্যাসিক ইউএফও: এনেমি আননোউন গেমটির রিমেক।

এক্সকম: এনেমি আননোউন

Xcom Cover

নির্মাতা:

ফিরেইক্সিস গেমস

প্রকাশক:

২কে গেমস

সিরিজ:

এক্স-কম

ইঞ্জিণ:

আনরিয়েল ইঞ্জিণ ৩

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩ এবং

এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে।

মুক্তি পেয়েছে:

অক্টোবর, ২০১২।

ধরণ:

টার্ন-বেইসড ট্রাকট্রিক্যাল স্ট্রাটেজি

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

http://www.youtube.com/watch?v=kJLFNYhq1YM

http://www.youtube.com/watch?v=93M_fLmmecU

http://www.youtube.com/watch?v=tZdanb02280

খেলতে হলে যা লাগবে:

উইন্ডোজ ভিসতা অথবা সেভেন অপারেটিং সিস্টেম (এক্সপি সার্পোট করবে না),

২.৪ গিগাহার্টস ডুয়াল কোর প্রসেসর,

২ থেকে ৪ গিগাবাইট র‌্যাম,

২০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

এনভিডিয়া জিফোর্স ৮৬০০ জিটি থেকে জির্ফোস ৯০০০ অথবা,

এটিআই রাডিয়ন এইচডি ২৬০০ এক্সটি থেকে এইচডি ৩০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড।

ডাইরেক্ট এক্স ১১/১০ সাথে শেডার মডেল ৩.০

গেমটির পটভূমি সেট করা হয়েছে নিকট ভবিষ্যৎ কে ঘিরে যেখানে গ্লোবাল এলিয়েন এনভেইসন শুরু হয়েছে। এখন বিশ্বের কয়েকটি শীর্ষ দেশসমূহ মিলে তাদের মিলিটারিদের একত্র করে একটি সুপার মিলিটারী গ্রুপ তৈরি করেছে, যা এক্সকম নামে পরিচিত। গেমটিতে এক্সকম বাহিনীকে এলিয়েনদের বিপক্ষে যুদ্ধ করতে হবে। এবং তোমাকে এক্সকম বাহিনীর কমান্ডার এর চরিত্রে খেলতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে, এলিয়েনগুলো খুউব এডভান্স এবং বুদ্ধিমান। হালো সিরিজের মতো বোকাসোকা নয়! তুমি কমান্ডার হয়ে তোমার এক্সকম দলের সদস্যদের নিয়ে টার্ন-বেইসড কমবাট মিশন খেলতে হবে। প্রতিটি মিশনে এলিয়েনদের কাছ থেকে পাওয়া তথ্য এবং টেকনোলজি সমূহ রিসার্চ সেন্টারে আপলোড করে তোমার এক্সকম দলের জন্য নতুন নতুন সব গেজেড আনতে পারো।

টার্ন-বেইসড গেম-প্লে মানে হলো, থ্রিডি ভূমিকায় প্লেয়ার ৪ থেকে ৬ জনের একটি স্কোর্য়াড নিয়ন্ত্রণ করবে। এবং তারা ম্যাপ অনুযায়ী এলিয়েনদের মারবে এবং মিশন অবজেক্টটিভ পূরণ করবে।

DC2

DC3

DC4

DC5

গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সালে, বিশাল বাজেট এবং প্রায় ৫০-৬০ এর টিম নিয়ে গেমটি নির্মাণ করা হয়েছে। ১৯৯৪ সালে গেমটির সাথে সদৃশ্য রেখে ডিজিটাল ভাবে রিমেক করে গেমটির তথ্য প্রথমবারের মতো প্রকাশ পায় জানুয়ারী ৫, ২০১২ সালে।

সপ্তাহের নতুন গেমস:

Kane And Lynch 2 - TeamX
Platform: PC | Publisher: Eidos Interactive | PEGI Rating: 18
Mode: Single-Player, Multiplayer | Size: 3.02 GB
Genre: Third-Person Shooter

1

GO TO THE MAIN POST FOR DOWNLOAD LINKS:

http://www.tunerpage.com/archives/20673

ধন্যবাদ।

http://www.facebook.com/games.zone.bd

4

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভুয়া গেম।