গেমস জোন [পর্ব-১০৯] :: NFS Hot Pursuit (২০১০/রেসিং/কোর ২ ডুয়ো)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

বাহ! বাংলায় গেমসের কভার বানাতে তো দারুণ মজা পাচ্ছি! হেহেহে! হট পারসূট = চরম ধাওয়া!!!

নিড ফর স্পিড: হট পারসূট একটি ২০১০ সালের রেসিং ভিডিও গেম নির্মাণ করেছে ব্রিটিশ গেমস নির্মাতা ক্রিটেরিয়ন গেমস এবং প্রকাশ করেছে বরাবরের মতোই ইলেক্ট্রনিক আর্টস । গেমটি পিসি , প্লে-স্টেশন সহ বিভিন্ন গেমস কনসোলে ২০১০ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে।

নিড ফর স্পিড: হট পারসূট

 

নির্মাতা:

ক্রিটেরিয়ন গেমস,

ইএ ডিজিটাল ইলুশনস সিই,

ইক্সিয়েন্ট এন্টারটেইমেন্ট

প্রকাশক:

ইলেক্ট্রনিক আর্টস

সিরিজ:

নিড ফর স্পিড

ইঞ্জিণ:

চ্যামেলিয়ন

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

উইই,

এক্সবক্স ৩৬০,

আইফোন,

এন্ড্রয়েড,

ওয়েবওএস,

উইন্ডোজ ফোন,

জাভা গেমস কনসোলে

মুক্তি পেয়েছে:

নভেম্বর – ডিসেম্বর ২০১০ সালে

ধরণ:

রেসিং,

ওপেন ওয়ার্ল্ড

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

www.youtube.com/watch?v=5imMoYoSwXc

www.youtube.com/watch?v=sdPJ7JQEp2s

সিস্টেম রিকোয়ারমেন্টস:

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,

কোর ২ ডুয়ো ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট জির্ফোস ৭৬০০ জিএস অথবা রাডিয়ন এক্স১৯৫০ মডেলের গ্রাফিক্স কার্ড

৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

ভালো ভাবে খেলতে হলে:

উইন্ডোজ সেভেন,

কোর আই ৩ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইট জিফোর্স ৮৮০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৪৭৩০ মডেলের গ্রাফিক্স কার্ড,

ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৫.০

হট পারসূট গেমটির গেম-প্লে সেট করা হয়েছে ফিকশনাল সিক্রেস্ট শহরে যেখানে প্লেয়ার বিভিন্ন ধরণের রেসে অংশগ্রহন করতে পারবে। এছাড়াও প্লেয়ার অনলাইনে রেসে অংশগ্রহণ করতে পারবে যেখানে এডিশনাল গেম মোড রয়েছে যেমন হট পারসূট, ইস্নপেক্টর এবং রেস।  গেমটিতে নতুন সোসিয়াল ফিচার আনা হয়েছে যার নাম “অটোলগ”। যেটির ব্যবহার করে নেটওর্য়াকের মাধ্যমে বন্ধুদের সাথে হেড-টু-হেড রেসে যোগ দেওয়া যায়। গেমটি পেইড ডাউনলোডেবল কনটেন্সও রয়েছে। ২০১২ সালের ৩০শে জুলাই মোস্ট ওয়ান্টেড গেমটি অটোলগ ওয়েব ড্যাসবোর্ড রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

হট পারসূট গেমটি প্লেয়ারকে পুলিশের হয়ে পুলিশের গাড়িতে চড়ে আইন অমান্যকারী গাড়ীগুলোকে ধরতে পারবে, এই ফিচারটি ২০০২ সালের হট পারসূট গেমটিতে ছিল এবং পরবর্তী গেমসগুলোতে ছিল না। গেমটি নিড ফর স্পিড এর শিকড়ে গিয়ে ক্ল্যাসিক গেম-প্লে স্টাইল ফিরিয়ে আনে। গেমটি মূলত ২০০২ সালে হট পারসূট গেমটির রিবুট। হট পারসূট প্লেয়ারকে পুলিশ অথবা রেসার হিসেবে ক্যারিয়ার মোডে খেলতে পারবে। রেসার যত দ্রুতগতির হবে পুলিশ মামু তত চালাক হইবে। ক্রিটেরিয়ন এর মতে হট পারসূট গেমটির গেম-প্লে ১৫ থেকে ২০ ঘন্টার।

গেমটিতে ওপেন ওয়ার্ল্ড ফিচার রয়েছে যাতে ১৬০ কিলোমিটারের ওপেন রোড রয়েছে। যা বার্নআউট প্যারাডাইস গেমটির চারগুণ বড়। গেমটিতে ফিচারকৃত সমস্ত গাড়িসমূহই বাস্তবিক। তবে গেমটিতে গাড়ি নিজস্বতা করণ ফিচারটি নেই। বাস্তবিক গাড়িসমূহ যেমন অডি এ৪, চিভ্রোলেট কোবাল্ট, পরশি চ্যায়েনি এবং নিশান ফ্রোন্টায়ার এগুলো ব্যবহার করা হয়েছে ট্রাফিক গাড়ি হিসেবে।

নিড ফর স্পিড সিরিজে ক্রিটেরিয়ন গেমস এর প্রথম গেম এটি। গেমটি ২০০৯ সালে ই৩ সম্মেলনে প্রথম পর্দা উন্মোচন করা হয়। সেখানে ইএ বার্নআউট সিরিজ এর সত্ত্ব কিনে নেয়। সর্বশেষ তথ্য হিসেবে ৫ মে ২০১১ সাল পর্যন্ত গেমটির ৮ দশমিক ৫ মিলিয়ন কপি বিশ্বব্যাপি বিক্রি হয়েছে।

ডাউনলোড করে নাও নিচের যেকোনো একটি ওয়েবসাইট হতে:

http://www.ddgamez.com/2013/05/need-for-speed-hot-pursuit-2010-full-rip.html

or

http://www.gamersallyrepack.com/2013/04/need-for-speed-hot-pursuit-2010-pc.html

or

http://premiumgamesbond.webs.com/apps/forums/topics/show/3754712

আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৮৭টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৪ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । এটি এবং NFS MW2012 , GTA4 পেন্টিয়াম G2020 3rd gen. 2.9GHz এর ইন্টেল HD2000 গ্রাফিক্সে ও ASUS H61 এর ইন্টারনাল 1.5GB GPU , 2GB 1333 RAM দিয়ে 1280X1024 রেজুলেশনে খেলা যাবে ?

Level 0

amar nfs hp windows 8 e choleche
but windows 7 e shudhu gari dekha jae
pitch dekha jae na ki korbo???