আসসালামু আলাইকুম
টেকটিউনস কমিউনিটি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার অ্যান্ড্রয়েড HD গেমের ৩য় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে গেমটি উপহার দেব সেটা হচ্ছে ’Crazy Taxi™ City Rush’। আমি সব গুলো গেমেরই লেটেস্ট ভর্সন শেয়ার করি। এটাতেও তাই করেছি। এর লেচেষ্ট ভার্সন হচ্ছে 1.7.0। যারা মোটামুটি গেম খেলেন তারা সবাই অবশ্যই Crazy Taxi গেম সিরিজের নাম শুনেছেন। এটা SEGA কতৃক রিলিজকৃত গেম গুলোর মধ্যে একটা সেরা গেম সিরিজ। মোটামুটি ১৯৯৯ সালের দিকে এই গেম প্রথম রিলিজ হয়। এর সর্বশেষ রিলিজ Crazy Taxi™ City Rush। SEGA প্রথমবারের মতো iOS এবং Android -এর জন্য Crazy Taxi রিলিজ করে এবং সেটা ’Crazy Taxi™ City Rush’। তবে iOS এবং Android -এ রিলিজকৃত Crazy Taxi™ City Rush টা Temple Run-এর মত শুধু ডিরেকশনে যাওয়ার মত। ওপেন ওয়াল্ডের ব্যাপার এখানে নেই [Environment-টা ওপেন ওয়াল্ড]। তবে গেমটা একটা অসাধারণ মজার গেম। আমি নিজে খেলেছি। আপনি খেললেই বুঝতে পারবেন। HD গেম হিসেবে সাইজও বেশি না সব মিলিয়ে মাত্র ৭৫ এমবি (প্রায়)।
’Crazy Taxi™ City Rush’ Android এর জন্য একটি মজার রেসিং গেম। এখানে আপনি একজন ট্যাক্সি ড্রাইভার এবং এটাই আপনার পেশা। আপনাকে একটি বড় শহরে একটি ক্রেজি ট্যাক্সি ড্রাইভ করতে হবে। এই গেমটি ডিজাইন করেছেন কেনজি কান্নো (Kenji Kanno)। এই Action এবং Racing গেমটি খেলে আপনি অনেক বেশি enjoy করতে পারবেন। এছাড়াও আপনি MOD Apk (A lot af money) ডাউনলোড করতে পারেন।
ফিচার
বি.দ্রঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link
প্রথমে Apk টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর ”Crazy_Taxi_City_Rush_v1.7.0_7202_Revdl.com.zip” ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা ”com.sega.cityrush” ফোল্ডারটি কপি/কাট করে Internal SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (একবারে ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। ব্যাস এবার গেম ওপেন করে খেলুন আর মজা পান।
Extract করার জন্য ZArchiver ব্যবহার করতে পারেন। আপনি অনান্য Archiver দিয়েও Extract করতে পারেন। তবে এটা আমার মতে সেবা। রাশিয়ান প্রোডাক্ট তো…
স্ক্রিনসট
Crazy Taxi™ City Rush Trailer
তাহলে সবাই ভালো থাকেন। টেকটিউনসে মেতে উঠুন প্রযুক্তির সুরে আর মজার মজার অ্যান্ড্রয়েড HD গেম খেলুন। পরবর্তী মজার Android গেমের জন্য অপেক্ষা করুন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।
SEGA, the SEGA logo, CRAZY TAXI and CRAZY TAXI: CITY RUSH are either registered trade marks or trade marks of SEGA Holdings Co., Ltd. or its অ্যফিলিয়েটস. All rights reserved.
আমি তানভীর রানা রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির প্রতি একটু বেশি টান । শিখতে ভালোলাগে । গেম ডিজাইন করতে পছন্দ করি । কিন্তু অাড্ডা দিতে একটু বেশি পছন্দ করি ।