ব্লুটুথ বা ওয়াই-ফাই দিয়ে একাধিক কম্পিউটারে Need For Speed Most Wanted খেলুন Multi-player মোডে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

Need For Speed Most Wanted গেমটির নাম শোনেননি বা অন্তত একবার হলেও চোখে দেখেননি এমন কাউকে পাওয়া মুশকিল। Blacklist rival দের হারানো আর পুলিশের সাথে পাল্লা দিয়ে bounty বাড়ানোর কী মজা তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। আজ আপনাদের দেখাব কিভাবে ব্লুটুথ বা ওয়াই-ফাই দিয়ে একাধিক কম্পিউটারে Need For Speed Most Wanted গেমটি মাল্টিপ্লেয়ার মোড এ খেলা যায়।

যা যা লাগবে

১) ব্লুটুথ ডঙ্গেল বা ওয়াই-ফাই অ্যাডাপ্টার, যদি ল্যাপটপ এ এগুলো থাকে তাহলে কেনার দরকার নেই। তবে যারা খেলবে তাদের সবাইকে ব্লুটুথ বা ওয়াই-ফাই কানেকশান থাকতে হবে।
২) Need For Speed Most Wanted এর একটি করে কপি সবার কম্পিউটার এ ইন্সটল করা থাকতে হবে।
৩) কিছু সময় ও ধৈর্য

পদ্ধতি

ব্লুটুথ বা ওয়াই-ফাই ডিভাইস অ্যাক্টিভ করে তাদের ড্রাইভার ইন্সটল করে নিন। ব্লুটুথ এর জন্য সিস্টেম ট্রে থেকে আইকন এ রাইট ক্লিক করে "Add a device" সিলেক্ট করুন।

অন্য কম্পিউটার গুলোর "Discovery" অন করে রাখতে হবে। সার্চ হওয়ার পর যার সাথে নেটওয়ার্ক বানাবেন তাকে সিলেক্ট করুন, পাসকোড দিন।

ডিভাইস ঠিকমত অ্যাড হলে এরকম উইন্ডো আসবে।

এবার কন্ট্রোল পানেল থেকে Devices and Printers এ ঢুকে পড়ুন। ওখানে আপনার সদ্য অ্যাড করা কম্পিউটার টি দেখতে পাবেন। ওটায় ছবির মত করে কানেক্ট করুন।

কানেক্ট হয়ে গেলে চলে যান Network and Sharing Center এ। ওখানে দেখবেন আপনার অ্যাড করা কম্পিউটার এর সাথে একটি নেটওয়ার্ক কানেকশান দেখাচ্ছে। আর যদি ওয়াই-ফাই এর সাহায্যে কানেক্ট করতে চান, তাহলে একইভাবে অন্য ডিভাইস এর সাথে নেটওয়ার্ক তৈরী করুন। এখন আপনি গেমটি খেলার জন্যে প্রস্তুত।

চলে যান যেখানে গেমটি ইন্সটল করা আছে। অথবা শর্টকাট থেকে লঞ্চ করুন।

গেমের মাঝে মেনুতে LAN Play সিলেক্ট করুন।

তারপর অন্য কম্পিউটারে NFS MW এর সার্ভার আছে কিনা তা সার্চ হবে।

সার্ভার থাকলে নাম লিখে জয়েন করে নিন।

না থাকলে 1 প্রেস করে নাম দিয়ে সার্ভার বানান।

নেটওয়ার্ক এ কানেক্টেড কেউ create game এ প্রবেশ করে কাস্টোমাইজড গেম তৈরী করুন ও ওয়েট করতে থাকুন।

হয়ে গেলে অন্য প্লেয়ার রা Quick race এ যেয়ে বানানো গেম এ অংশগ্রহণ করতে পারবেন। কাউন্টডাউন শেষ হলে Loading ... দেখাবে।

তারপর? শুরু করে দিন রেস, যাচাই করে নিন কে ভালো খেলে, আপনি না আপনার বন্ধুটি?

কিছু বিষয় খেয়াল রাখবেন

১) ব্লুটুথ ২.০ এর স্পীড মাত্র ৩.০মেগাবিট/সেকেন্ড। বর্তমানে ব্লুটুথ ৩.০ যুক্ত ডিভাইস ও ল্যাপটপ পাওয়া যায়। এরা তুলনামুলকভাবে বেশি ভালো কাজ করবে।
২) ব্লুটুথ এর রেঞ্জ ওয়াই-ফাই এর চেয়ে কম। তাই কম্পিউটার খুব কাছে না রাখলে ঠিকমত কাজ করবেনা।
৩) Firewall ডিজ্যাবল করে দিন। অথবা ঐ নেটওয়ার্ক কানেকশান কে Exception বা Allow all টাইপ এ রাখুন।
৪) ওয়াই-ফাই দিয়ে ল্যান বানান ঝামেলা হতে পারে। এক্ষেত্রে কানেকশান এনক্রিপ্টেড না করে Open access বেছে নিতে পারেন। যারা ওয়াইফাই ডিভাইস কানেক্ট করতে পারছেন না তারা WeFi ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ সবাইকে যারা পোস্টটি পড়লেন। ভালো লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার তথ্য গুলো কাজে লাগবে । কারন সামনের মাসে লেন কানেশন করব এলাকার মধ্যে। ধন্যবাদ

Level 0

তার মানে আমরা তারের ঝঞ্ঝাট ছাড়াই local area connection বানাতে পারি..দারুন…

Level New

very nice post brother, I really like that, thanks.

জটিল একখান পোষ্ট।

ওয়াইফাই দিয়ে কি দু ল্যাপটপ এর মাঝে কানেক্ট করানো যাবে এভাবে ?

boro vai, gotil post, beadobi nien na, wi-fi ar settings gulo ar aktu bistarito bolben? ami try krte giye amr laptop ar e barota bagai felsi……… 😀

    বেয়াদবির কিছুই নাই ভাই। শুনুন, কি ল্যাপটপ আপনার? এটা বলুন তাহলে সঠিকভাবে সমাধান দিতে পারবো। আর এখন চাইলে WeFi ব্যাবহার করে কাছের ডিভাইস কে ল্যানে লাগাতে পারেন।

    ji vai..laptop amar…….amra frnds ra versity te kelbo……tai chaiselam………

WCG(World Cyber Game) কম্পিটিশানের চট্টগ্রাম পর্বে নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড এবং ফিফা ১০ নিয়ে প্রতিযোগিতা হয়েছিল।সেখানে আম্পায়ার হিসেবে কাজ করার সুবাধে ল্যান দিয়ে খেলার ২ জন খেলার এই সিস্টেম সম্পর্কে জেনেছিলাম।বর্তমানে প্রায় বেশিরভাগ গেমস এই পদ্ধতিতে খেলা যায়।ফিফাও একইভাবে খেলা হয়েছিল।

    নাইম ভাই আমি কিন্তু মাঝে মাঝে অনলাইনে এটা খেলি। ৫১২ কেবিপিএস দিয়েই। প্রায়ই প্রথম হই। 😛

    hi hi

Level 0

YOUR connection to the LAN server has been lost. but connection is OK. I need ur help.

    @jhantu.sa: ভাইজান ব্লুটুথ একটু স্লো তাইনা? দুইটা পিসি খুব কাছে রাখতে হবে। নয়ত ওয়াইফাই দিয়ে কাজ করতে হবে। আপনার ফায়ারওয়াল আনব্লক করেন

Level 0

I have been using LAN connection . Need For Speed Most Wanted does not work . again same massages .

    @jhantu.sa: এই সমস্যাটা অনেকের পিসিতে দেখি, এর মূল কারণ অ্যান্টিভাইরাস বা উইনডোজ ফায়ারওয়াল ল্যান কানেকশান ব্লক করে কিংবা প্যাকেট যেতে বাধা সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে ফায়ারওয়াল ইউজ করার ফলে আগের মত প্যাকেট উদ্ধার করা যায়না। ক্লিন উইনডোজ সেটআপ করে ল্যান লাগিয়ে দেখুন, সুন্দর করে কানেক্ট হবে।

      @মিনহাজুল হক শাওন: এত ঝামেলা করে খেলার কি দরকার কি? আমারতো মনে হয়ে Game Ranger দিয়ে খেলা অনেক সহজ। এর মাধ্যমে wifi বা bluetooth কোনটার ই দরকার হয় না। খুবই সহজ সিস্টেম। কোন ভুল হলে বলবেন। কস্ট করে টিউন করার জন্য ধন্যবাদ।

      যাদের ইন্টারনেট কানেকশন নেই তারা কি করবে? বা যাদের লিমিটেড কানেকশান?