Dark Mode available গুগল অ্যাপস এর নতুন আপডেট ডার্ক মুড

Originally posted on - Tech Nabo | SEO - Blogging Tips in Bangla

Dark Mode available গুগল অ্যাপস এর নতুন আপডেট ডার্ক মুড

গুগল অ্যাপস এর নতুন আপডেট চলে এসেছে আজকে। যা অ্যান্ড্রয়েড ১০ এবং IOS 12/13 এ দেওয়া থাকবে ডিফল্টভাবে। যা প্রকাশিত হয়েছে গুগল এর টুইটার.

গুগল তাদের Google Searchliaison এ আজকে টিউন করেছে যারা আগের থেকে অনেক অ্যাপস আছে গুগল এর সেগুলো ডার্ক মুড এ ব্যবহার করছেন কিন্তু অনেকে হয়ত জানেন না গুগল কি কি অ্যাপস এ তাদের ডার্ক মুড ফিচার রেখেছেন চলুন এক নজরে দেখে আসি সেই অ্যাপসগুলো

Google
Google Assistant
Google Calculator
Google Calendar
Google Chrome
Google Clock
Google Contacts
Google Digital Wellbeing
Google Drive
Google Duo
Google Files by Google
Google Fit
Google Gallery Go
Gmail
Google Keep Notes
Google Keep Notes (web)
Google Maps
Google Messages
Google News
Google Pay
Google Phone
Google Photos
Google Play Books
Google Play Games
Google Playground
Google Play Store
Google Podcasts
Google Recorder
Google Snapseed
Google Sound Amplifier
Google Tasks
Google Voice
YouTube

গুগল অ্যাপ হালকা এবং অন্ধকার থিম এ ব্যবহার করা যাবে
ফটো ক্রেডিট - টুইটার - গুগল সারচলাইজন
অফিশিয়াল পেইজ এ যেয়ে দেখে আসতে পারেন - গুগল সারচলাইজন

এখন জেনে নেই কিভাবে এই ডার্ক মুড ফিচার চালু করা যাবে

প্রথমেই আপনাকে যেতে হবে 3 dot যেই অপশন থাকে সেখানে যেয়ে আপনি বেসিক বা জেনারেল যেই মেনু সেটাকে খুঁজে বের করবেন

এরপরে দেখবেন সেখানে থিম এর অপশন রয়েছে সেখানে গেলে তিনটি অপশন আপনারা বেছে নিতে পারবেন
By Default
Light
Dark
তো আপনি যদি কালারফুল পছন্দ করেন তাহলে light রাখতে পারেন অথবা আপনি যদি রাতের বেলা অনেক বেশি আলো পছন্দ না করে থাকেন তাহলে Dark mode এ রাখতে পারে.

গুগল এর যতগুলো অ্যাপস রয়েছে সব গুলো র মধ্যে হয়ত বেসিক অপশন এ না হলে জেনারেল অপশন গেলে আপনি থিম মেনুটা খুঁজে পাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ি যেকোন সময় আপনার তিম পরিবর্তন করে অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

এছাড়া ও Dark mode ব্যবহার করলে আপনার চোখের ক্ষতি কম হবে বেশিক্ষণ মোবাইল ব্যবহার করতে পারবেন অনেক সহজে।

খেয়াল করবেন যাদের এখনও এই অ্যাপস এ নতুন ফিচারটি আসে নি তাদেরকে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট করে নিতে হবে এরপর যেহেতু গতকাল গুগল এটি Android 10 user এবং ios 12/13 user দের জন্য দিয়েছে সেহুতু সকলের জন্য আসতে সময় লাগতে পারে।
Dark mode ব্যবহারের ফলে আপনি পাবেন একটি আলাদা গ্রেভিস লুক যার ফলে আপনার সব কিছু পড়তে এবং দেখতে খুব সুবিধা হবে।

আশা করি যারা জানেন না তাদের জন্য অনেক ভালো একটি খবর। চেষ্টা করব এইভাবেই টেক রিলেটেড সব নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে থাকার। আজকে থেকে আমাদের ওয়েবসাইটের আলাদা একটি কাটাগরি থাকছে আপনাদের জন্য নতুন নতুন সব টেক নিউজ নিয়ে

Level 2

আমি নাফিস ফুয়াদ নব। Owner, Tech Nabo, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস