গুগল ক্রোমের বাংলা ফন্ট সমস্যা দূর করার উপায়

কম্পিউটারে নতুন করে উইন্ডোজ সেটাপ দেবার পর অনেক সময় আমরা দেখতে পাই যে বাংলা লেখা সাইটগুলো দেখতে অনেক সমস্যা হচ্ছে। গুগল ক্রোম এখন সব থেকে জনপ্রিয় ব্রাউজার তাই টিউন টি গুগল ক্রোম নিয়েই করলাম। বাংলা ফন্ট এর সমস্যা আগে শুধুমাত্র অভ্র ইন্সটল করলেই চলে যেত কিন্তু এখন আরও নতুন নতুন ফন্ট ব্যাবহারের জন্য দেখা যায় যে কিছু কিছু ওয়েবসাইট ঠিক ঠাক ভাবে দেখা গেলেও সব ওয়েবসাইট ঠিকভাবে দেখা যাচ্ছে না। যারা জানেন না কিভাবে এইটা করতে হয় তাদের জন্যই এই লেখাটা।

যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে এই সমস্যা থাকে তাহলে নিচের কাজগুলো ঠিকভাবে করুন দেখবেন সমস্যা চলে গিয়েছে...
১. গুগল ক্রোম এর উপরে ডান পাশে একটা বাটন দেখতে পাবেন তিনটা সমান্তরাল রেখা, এই বাটনে ক্লিক করুন, তারপর Settings এ যান

২. একটু নিচে দেখবেন +Show advanced settings, এখানে ক্লিক করুন

৩. আরও একটু নিচে Web content দেখতে পাবেন, এইখান থেকে ক্লিক করুন Customize Fonts এ,

৪. তারপর নিচের মত করে সেটিংস্‌ করুন

Standard Font: Courier New
Serif: Siyam Rupali
Sans-Serif: Siyam Rupali
Fixed-width Font: Times New Roman

এই পর্যন্ত সেটিংস্‌ করার পর দেখবেন কিছু কিছু সাইট ঠিকভাবে দেখা গেলেও সব সাইট দেখা যাচ্ছে না। যেমন, এই পর্যন্ত সেটিংস্‌ করার পর আপনি প্রথম আলো সাইট খুব ভালোভাবে দেখতে পারলেও বিডিনিউজ ঠিকভাবে দেখতে পারবেন না। তাহলে উপায়?

আর অল্প একটু কাজ বাকি। তা হলো, ব্রাউজার এর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে chrome://flags তারপর enter. এই অবস্থায় ব্রাউজার আপনাকে flags পেজে নিয়ে যাবে। এখন একটু নিচে খেয়াল করে দেখুন লেখা আছে Disable DirectWrite Windows. প্রথম থেকে ৩ নম্বর অপশন। এইটাকে enable করে দিতে হবে, তাহলেই সব সমস্যা শেষ।

কিন্তু এত কিছু করার পর ও আপনি দেখবেন সমস্যা রয়ে গেছে, একবার ব্রাউজার restart করুন দেখবেন ঠিক হয়ে গেছে। কাজের স্টেপ গুলো কঠিন মনে হলে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এইখানে সব প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেওয়া আছে।

https://www.youtube.com/watch?v=zv0i2G9jyAs

পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো সাড়া পাই তাহলে মজিলা ফায়ারফক্স এর টাও করব। ধন্যবাদ।

Level 0

আমি সুদীপ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a very simple man with some simple ideas of life.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন….

যারা জানেনা তাদের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট

ধন্যবাদ