কিভাবে গুগল ম্যাপ এ আপনি নির্দিস্ট দুরত্ত মাপবেন

সবাইকে সালাম। আজকের টিউন গুগল ম্যাপ নিয়ে, গুগল ম্যাপ এপস টা এখনকার সব মোবাইলেই থাকে এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি,যেমন
১।আমি এখন কোথায় আছি তার অবস্থান জানা,
২।আমার যেখানে আছি তার আশেপাশে কি কি আছে বা কোন নির্দিস্ট জায়গার আশেপাশে কি কি আছে যেমন রেস্টুরেন্ট, হাসপাতাল,ব্যঙ্ক, অফিস ইত্যাদি ,
৩।কোন জায়গার ঠিকানা লেখে সার্চ করলে তার লোকেশন জানা,
আর এখন অন্যান্য দেশের মত আমাদের দেশেও Street view চালু হয়েছে, এর দারা আপনার আশেপাশের ভিউ ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দেখতে পারেন।
এ রকম আরও কাজ করা যায়,এখন যে জিনিস টা দেখাব সেটা হল কিভাবে গুগল ম্যাপ এ আপনি নির্দিস্ট দুরত্ত মাপতে পারবেন যারা জানেন না তারা দেখুন ।
প্রথমে আপনার মোবাইল এর গুগল ম্যাপ ওপেন করুন।ছবি ফলো করুন । সেটিংসে যান।

তারপর ল্যাব(Lab) এ ক্লিক করুন।

তারপর মেজার (measure) এ ক্লিক করুন।

এখন সেটিংস থেকে বেরিয়ে আসুন ।এখানে স্ক্রীন এর নিচে ডানে দেখেন ঐ স্কেল এ ক্লিক দেন।

কালার হলুদ হয়েছে।এখন আপনি যতটুকু দুরত্ত মাপতে চাচ্ছেন তার শুরু পয়েন্ট এ ক্লিক দেন,
তারপর শেষ পয়েন্ট এ ক্লিক দেন।কাজ শেষ, এখন দেখুন উপরে বামে কত মিটার দুরত্ত তা লেখা আছে।

                                                  

এটা নিয়ম শুধু সোজা দুরত্ত মাপার জন্য।যদি সোজা না হয়
মনে করেন আপনার বাসা থেকে ১ নং রোড এ আপনি এখান থেকে ৪ নং রোড এ আরেক টা বাসা দুরত্ত
মাপবেন,এখন রাস্তা যদি একবারে সোজা না হয়ে একবার ডানে আরেকবার বামে এভাবে ২-৩টা বাক থাকে তাহলে
তা নিচের ছবিতে দেখুন, এরমত করে ম্যাপ এ করুন।

                                        একদম সহজ, আশা করি বুঝতে পারছেন,সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

street view ta kemna dekhe ????

    Level 2

    @shoaib0158: গুগুল ম্যাপ ওপেন করে ডান পাশে নিচের কর্ণারে একটা বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখানে street view ও দেখতে পাবেন।