টিউশনি কিংবা অন্যান্য পেশার বিকল্প – বিনা পুঁজিতে অর্থ উপার্জনের সহজ উপায়

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আশা করি আপনি ভালো আছেন। টিউন টি খুব বেশি বড় করবো না। আজকে বেকারদের উপার্জন প্রসঙ্গে লিখবো। এক কথায় বিনা পুঁজিতে অর্থ উপার্জনের সবথেকে সহজ উপায় নিয়ে আলোচনা করবো।

#১ এডসেন্স থেকে উপার্জন
যারা টিউশনি করবেন ভাবছেন, তাদের জন্য সবথেকে সহজ ও সুন্দর একটি উপায় হচ্ছে - এডসেন্স এর মাধ্যমে উপার্জন করা। আপনার যে বিষয়ে দক্ষতা আছে, তার উপর লেখা লিখি করলেই মিলবে গুগলের কাছ থেকে অর্থ। তবে গুগলের কাছ থেকে এর এপ্রুভাল পাওয়া খুব একটা সহজ নয়. এর জন্য একজন দক্ষ ওয়েব এপ্লিকেশন ডেভেলপার ও ডিজাইনার এর কাছ থেকে একটি ব্লগ কিংবা ওয়েবসাইট বানিয়ে নিন। আপনি চাইলে নিজেও বানাতে পারেন (যদি আপনি একজন ওয়েব এপ্লিকেশন ডেভেলপার হয়ে থাকেন)।

ভালো হয়, যদি এমন কারো কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নেন, যে একজন গুগল এডসেন্স পাবলিশার। এ বিষয়ে হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

 

google.com/adsense (Google AdSense - Earn Money From Website Monetization)

কি বিষয়ে টিউন করতে পারেন:

আপনি আপনার ইচ্ছে মতো বিষয় নিয়ে টিউন করতে পারেন বা লেখা লেখি করতে পারেন। এমনকি আপনার একাডেমিক বিষয় নিয়েও টিউন করতে পারেন। অথবা, আপনার কোনো বিষয়ে দক্ষতা থামলে - নানা ধরনের টিউটোরিয়াল বানাতে পারেন। এছাড়াও বাড়িতে বসেই করতে পারেন সাংবাদিকতা! অনলাইনে জব টিউন করেও উপার্জন করতে পারেন। আমার ব্লগটি ঘুরে আসার জন্য অনুরোধ থাকলো।

http://listofjobs.atspace.co.uk

সতর্কতা : এডসেন্স এর সকল শর্ত ও পলিসি মেনে চলবেন।

Level 0

আমি এমডি আসাদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস