ছবি এডিট করুন কিছু সফটওয়্যারের সাহায্যে ।

আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন । অনেকদিন পর টেকটিউনসে টিউন করতে পেরে ভাল লাগছে । অাজকে অামি যে বিষয় নিয়ে টিউন করব সে বিষয় নিয়ে আমরা সকলকে ভাল করে জানি। তাহলে একনজরে দেখি নেই আমি কি কি সফটওয়্যার নিয়ে আলোচনা করব -

১) Watermark software v3.9 FULL.rar

২) Aurora.3D.Animation.Maker..rar  

**Aurora. 3D Keygen Download

৩)  FotoSketcher.exe

৪)  Awesome_photo_finder.zip

৫)  ImageResizerPowertoySetup.exe

৬) Chasys_draw_ies.zip

৭)  Convert_photo_to_pencil_sketch_6.51.rar

৮)  Factory.image.converter.1.1-mpt.rar

৯) Photo.Calendar.Maker.1.81.rar

আসুন সংক্ষিপ্ত আকারে উপরিউক্ত সফটওয়্যারগুলোর কাজ জেনে নিই-

১) Watermark software v3.9 FULL.rar

নাম দেখে এই সফটওয়্যারের কাজ বুজতে পারছেন । এই সফটওয়্যারের সাহায্যে আপনি আপনার ছবির উপর ওয়াটার মার্ক দিতে পারবেন, সাইজ পরিবর্তন করতে পারবেন, রিনেইম করতে পারবেন, ছবির ফরমেট পরিবর্তন করতে পারবেন এবং আরো অনেক কিছু করতে পারবেন । নিচে এর কাজ দেখানো হল-

ক) সফটওয়্যারটি ওপেন করুন.

খ) উপরের দিকে ‘Add Files’ অথবা ‘Add Folder’ এ ক্লিক করে ছবি যুক্ত করে নিচের দিকে ‘Next’ এ ক্লিক করুন ।

গ) এরপর নিচের ছবির মত কাজ করুন

ঘ)এরপর নিচের ছবি মত দেখতে পাবেন, সেখান থেকে কোথায় সেভ করবেন, কি ফরমেট দিবেন তা ঠিক করে ‘RUN’ এ ক্লিক করুন ।

২) Aurora.3D.Animation.Maker..rar

এই সফটওয়্যারটির সাহায্যে আপনি থ্রিডি এনিমেশন তৈরি করতে পারবেন, এতে আপনি চমৎকার ইফেক্টও দিতে পারবেন । এমনকি এতে আপনি লোগো, বাটন ইত্যাদিও তৈরি করতে পারবেন । নিচে এর কাজ দেখানো হল-

ক) সফটওয়্যারটি ওপেন করুন এবং নিচের মত টেমলেট সিলেক্ট করুন।

খ) নিচের ছবির মত টেক্সট ডাবল ক্লিক করে সিলেক্ট করুন এবং যেকোন লেখা টাইপ করে বাইরে ক্লিক করুন।

গ)বামপাশ থেকে চিত্রের মত সিলেক্ট করে যেকোন লেখা টাইপ করে বাইরে ক্লিক করুন।

ঘ) বামপাশ থেকে চিত্রের মত ‘Shape’ এ ক্লিক করে যেকোন আইকন সিলেক্ট করুন এবং নিচর দিকে প্লে বাটনে ক্লিক করুন ।

ঙ) এবার চিত্রের মত সিলেক্টকৃত শেফটিকে ইফেক্ট দেয়ার জন্য বামপাশে ‘Animation’ ট্যাবটি ক্লিক করে যেকোন বামপাশে হলুদ বৃত্তের মত সিলেক্ট করুন এবং নিচের দিকে প্লে বাটনে ক্লিক করুন ।

চ) এবার তৈরিকৃত প্রজক্টটিকে সেভ করার জন্য উপরে ডানদিকে মেনুবার থেকে ফাইলে ক্লিক করে ‘Export Animation’ ক্লিক করুন ।

ছ) এবার চিত্রের মত ফাইলটিকে কিভাবে এবং কোথায় রাখবে তা নির্ধারণক করে Ok তে ক্লিক করুন ।

৩) FotoSketcher.exe

এই সফটওয়্যারটির সাহায্যে আপনি ছবিকে বিভিন্নভাবে স্কেচ করতে পারবেন এবং এইট্ ব্যবহার করা অত্যন্ত সহজ ।

নিচে চিত্রের মত কাজ করুন-

৪) awesome_photo_finder.zip

এই সফটওয়্যার দিয়ে আপনি Duplicate ছবি বের করতে পারবেন ।

সফটওয়্যারটি ওপেন করুন এবং যেকোন ছবি ড্রাগ করে সফটওয়্যারটির উপর ছেড়ে দিন এবং Start Search এ ক্লিক করুন ।

৫) ImageResizerPowertoySetup.exe

এই সফটওয়্যারের নাম দেখে বুজতে পারছেন এটি দিয়ে কি করা যায়, হ্যা আপনি ঠিকই ধরছেন এর সাহায্যে আপনি দুই ক্লিকেই যেকোন ছাবিকে রিসাইজ করতে পারবে।

ক) যে ছবি রিসাইজ করতে চাচ্ছেন তার উপর মাউসে রাইট বাটন ক্লিক করে Resize Pictures এ ক্লি করেন ।

খ) ক্লিক করার পর নিচে ছবির মত যেকোন সাইজ সিলেক্ট করে ওকে করুন ।

গ) তাহলে এই রকম দেখতে পারবেন ।

৬) Chasys_draw_ies.zip

এই সফটওয়্যারটি দিয়ে আপনি ফটোশপের মত কাজ করতে পারবেন ।

৭) Convert_photo_to_pencil_sketch_6.51.rar

এই সফটওয়্যারটি দিয়ে আপনি color sketch, pen-and-ink, black and white sketch ইত্যাদি করতে পারবেন খু্ব সহজেই ।

ক) সফটওয়্যারটি ওপেন করুন এবং উপরে মেনুবার থেকে ‘’ এ ক্লিক করে ‘’ অথবা ‘’ সিলেক্ট করুন। এরপর কিধরণের স্কেস করতে চান তা নিবার্চন করুন এবং চিত্র দেখানো ৩ নং এর মত ক্লিক করুন । তারপর পছন্দে জায়গায় সেভ করুন ।

৮) Factory.image.converter.1.1-mpt.rar

এই সফটওয়্যারটি দিয়ে আপনি ছবিকে বিভিন্ন ফরমেটে convert , resize photos, as well as crop, rotate and watermark ইত্যাদি করতে পারবেন ।

৯) Photo.Calendar.Maker.1.81.rar

এই সফটওয়্যারটি দিয়ে আপনি Calendar তৈরি করতে পারবেন । এই সফটওয়্যারটির না থাকার কারণ এটি দিয়ে তৈরি Calendar কে কোনোভাবে সেভ করা যাচ্ছে না, সেজন্য এই কিছু দিলাম না । আপনারা কেউ যদি এইটার ফুল পেয়ে থাকেন তাহলে অবশ্ই শেয়ার করবেন ।

কষ্ট করে টিউনটি  পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আরা যারা চিটাগাং টেকটিউস মিটআপে আসছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং তাদের যাত্রা নিরাপদ ও সুন্দর হোক এই কামনায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।  খোদা হাফেজ !!!

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল টিউন। 🙂

অত্যন্ত ভালো লাগলো টিউন টি

ধন্যবাদ @সাইমুন ভাই

Level 0

Thanks. saimun vai..

ektao link to kaj korchhe na……?????????????????????????

link gulo tik kora diyachi, ekhon dakun tik acha kina. na takla obosoi bolben.

Thanks.

ভাই চিনসেন নি । গত পরশু সন্ধ্যায় কর্মশালার পর কথা হইলো আপনের সাথে । আর টিউন তো ভাই ফাটাই ফেলছেন । ১৩ তারিখ দেখা হবে কি বলেন ।

Level New

Aurora.3D.Animation.Maker..rar লিঙ্ক কাজ করে না।

Link gulo amar ekikhane kaj kortese, kinto apnar kache kano kaj kortese na bujtisina.
Ei link ta theke download korun:

http://www.4shared.com/rar/plaJsQcx/aurora_3d_animation_maker.html

Thanks for your comment

Level 0

Watermark software v3.9 FULL.rar এবং Aurora. 3D Keygen ডাউনলোড করতে পারলাম না । আপনার দেওয়া লিঙ্ক কাজ করে না..ভাই একটু কষ্ট করে লিঙ্ক গুলো দিন আর পারলে mediafire এ দিন …আর এতগুলো সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ …

    @shuvojit: apnar 2 ta medifire-e diya diyachi . Link gulo ta click korun and enjoy korun software gular moja.
    thanks

tnx saimum vai

vai ১) Watermark software v3.9 FULL.rar
file to nai…
Invalid or Deleted File. aita boltese.. 🙁

basharul alam sunny@ ekhon tik kora dichi…..dakan. Enjoy.