AUTODESK REVIT ( আমার খুব প্রিয় একটি সফটওয়ারে করা কিছু কাজ, দেখুন কেমন লাগে)

সবাইকে স্বাগতম। টেকটিউনস থেকে এত কিছু পেয়েছি যে সবার কাছে আমি কৃতজ্ঞ। অনেকদিন ধরে ভাবছিলাম AUTODESK REVIT নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করবো।বাংলাদেশে খুব একটা কেউ হয়তো ব্যাবহার করে না। কিন্তু আমি বলে দিচ্ছি আর কয়েক বছরের মধ্যে এটি হবে বিল্ডিং ডিজাইন এর জন্য সেরা সফটওয়ার

পড়াশুনা নিয়ে এতো ব্যস্ত ছিলাম লাস্ট কয়েকটা মাস যে কিছুতেই সময় করতে পারছিলাম না। আজকে লাস্ট ক্লাস ছিল।

আমি একজন আর্কিটেকচার এর স্টুডেন্ট। এই শেষ সেমিস্টারে আমরা AUTODESK এর REVIT সফটওয়ারটি  নিয়ে বেশ কিছু কাজ করেছি। আমার জানা সবগুলো সফটওয়ারের মধ্যে এটি ছিল বেস্ট। বাংলা টাইপ করার অভ্যাস নাই তাই আজকে খুব বেশী কিছু লিখতে পারলাম না। তবে আপনারা যদি কেঊ আগ্রহী হন তাহলে আমি ভাবছি কিছু ভিডিও টিঊটোরিয়াল বানাবো যাতে সবাই খুব সহজে শিখতে পারেন।
তো কথা না বাড়িয়ে আসুন দেখে নি। এই সফটওয়ারে আমার ডিজাইন করা সর্বশেষ একটি প্রজেক্ট। আমাদের কে বলা হয়েছিলো একটি হেলথ সেন্টারের ডিজাইন করতে।

মাত্র দুই সপ্তাহের ভিতর পুরোটা ডিজাইন করা আবার সেটি  REVIT এ মডেল করা আসলে বেশ কষ্টসাধ্য ছিল। বেশ কয়েকরাত না ঘুমিয়ে কাজ করতে হয়েছে। আমি চেয়েছিলাম খুব সিম্পল রাখতে। দেখুন আপনাদের কেমন লাগে।

সবার শেষে আমার আরও একটি ডিজাইন করা অফিস এর পিছনের ছবি। 

Level 0

আমি Jackson। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এক কথায় চমতকার । চালিয়ে যান । ইনশাল্লা আপনি একদিন বিশ্বমানের ডিজাইনার হতে পারবেন ।

অটোক্যাড, 3D Max মানে টোটাল শিখতে কতদিন লেগেছে ?

    Level 0

    @spaceled: 3D MAX আমাদের শিখায় নাই। তবে এখন পর্যন্ত
    AUTOCAD, GOOGLE SKETCHUP, ARCHICAD, REVIT এই কয়েকটা পারি। তবে REVIT এতোটাই ভালো লেগেছে যে, 3D MAX ইচ্ছে করেই বাদ দিয়েছি ।
    আমার তো ক্লাশে সময় লেগেছে। তবে একটানা কষ্ট করলে কয়েক মাসেই REVIT শিখতে পারবেন।
    ধন্যবাদ।

Level 0

ডিজাইন গুলো ভালো লাগলো। ভাই এই টা দিয়া ইনটেরিওর ডিজাইন করা যাবে কি না ?
আপনার করা ইনটেরিওর ডিজাইন থাকলে পোসট দিয়েন।ভিডিও টিঊটোরিয়াল এর জন্য আপেOO থাকলাম

    Level 0

    @reza: হ্যাঁ যাবে। বিল্ডিং এর পুরো ডিজাইন এটি দিয়ে করা সম্ভব। অনেকই বূঝবে না তাই। CONSTRUCTION DETAILS গুলো দিলাম না। তবে আপনার জন্য আমার একটি অসমাপ্ত ইণ্টেরিয়রএর একটি ভিউ দিলাম। দেখে নিন। এর পুরোটা আমার করা। http://i.imgur.com/7K4cDlD.jpg

    Level 0

    @reza: এই নিন আর একটি। এটা রাতের ভিউ। ছবি গুলো বেশ বড় প্রায় ৩০এমবি করে। কমপ্রেস করে দিচ্ছি। http://i.imgur.com/uDDSoyd.jpg

Level 0

সত্যি অসাধারন, ভাই চালিয়ে যান, আর ভিডিও টিউটোরিয়াল গুলো আপলোড করুন।

    Level 0

    @Jackson: @shonzim: আশা করি খুব তাড়াতাড়ি বানাতে পারবো। ধন্যবাদ।

অনেক দিন থেকে RAVIT নিয়ে কাজ করব ভাবছি। আমি অটোক্যাডে কাজ করি 3D tool হিসেবে Sketchup নিয়েছি। AutoCAD এর সাথে RAVIT এর প্রধান পার্থক্য গুলো নিয়ে বললে ভাল লাগতো। RAVIT এর সুবিধা গুলো কি কি ?

আপনার কাজ গুলো ভাল লেগেছে। আশা করছি শীঘ্রই RAVIT নিয়ে টিউট করবেন।

VAI JODI KICHU MONE NA KOREN TAHOLE APNAR PHONE NUMBER TA DIBEN