ফটোশপ দিয়ে খুব সহজে ছবিতে Fire Effect দিন, Photo Manipulation টিউটোরিয়ালসহ

কেমন আছেন সবাই?

আপনারা গুগলে দেখেছেন Fire Effect  Photo Manipulation খুব চমৎকার কিছু Effect  থাকে ছবিতে। আপনি কি ভাবছেন আপনিও কি করতে পারবেন? হ্যা খুব সহজেই করতে পারবেন। photoshop brush দিয়ে অনেকসময় কাজ হয়না তবে এই Fire Effect   দিতে আপনার কোন একশন বা ব্রাশ এর প্রয়োজন হবেনা।

নিচের ছবিটি দেখুন পূর্বের এবং পরবির্ত।

google থেকে দুইটা image ডাউনলোড দিয়েই আপনি এই অসাধারন ইফেক্ট তৈরি করতে পারবেন। শুধু এমন ইফেক্ট ই নয় আপনি এই নিয়মে এর থেকে দারুন দারুন ইফেক্ট তৈরি করতে পারবেন। এবং ছবি কাটাকাটি করার দরকার নাই শুধু ফটোশপ মাস্কিং এর মাধ্যমে যেকোন ছবিতেই এমন ইফেক্ট দিতে পারবেন। তবে এই ইফেক্টগুলি খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য ছবিটা খুব গুরুত্বপূর্ন  ভূমিকা পালন করে।

এই জন্য Black color theme এর কিছু ছবি নিবার্চন করতে হবে। আশা  করি বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা হয় বা বুঝতে পারছেননা দয়াকরে টিউন এর নিচে টিউমেন্ট করে জানান। ধন্যবাদ

এমন কিছু নতুন টিউটোরিয়াল আবারো সামনে উপহার দিব।

সকলে ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস