গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৭] :: অন্যের তৈরি Mockups তো অনেক ডাউনলোড দিলেন! এখন ফটোশপ দিয়ে খুব সহজে নিজেই তৈরি করুন Business Card Mockup (টিউটোরিয়াল সহ)

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই।

আমাদের অনেক সুন্দর ডিজাইন যদি ভাল Mockup এ না বসানো হয় তাহলে সেইটা খুব একটা ভাল লাগেনা। Mockup  এর জন্য ডিজাইন আর ফুটে ওঠে।

আমাদের প্রায় সময় যায় ভাল Mockup  খুজতে খুজতে কিন্তু মনের মত Mockup আমরা পায়না আর যদি পাই ও ডাউনলোড করতে গেলে graphicriver অথবা creative market বা অন্যে কোন মার্কেটপ্লেস এ নিয়ে যায়,এবং ডলার দিয়ে কিনতে বলে।

এই রকম সমস্যাই সবাই কম বেশি পড়েছেন। যায়হোক এখন আর অন্যের Mockup ব্যবহার করতে হবেনা। আপনি নিজেই খুব সহজে Mockup তৈরি করে নিতে পারবেন আজকে আমি টিউটোরিয়ালে যেই সিস্টেম দেখিয়েছি আপনি যেকোন Mockup এর জন্য একই ভাবে করতে পারবেন।

আপনি খুব অসাধারন Mockup তৈরি করতে পারবেন। এমনকি আপনি গুগলে সার্চ দিয়ে যেইসব পেইড Mockups বের করেছিলেন সেইগুলিও আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন।

এবং আপনি জানেন graphicriver এ Mockup  তৈরি করে সেল করা যায় এবং Mockup খুব কম মানুষ আপলোড করে আপনি যদি এপ্রুভ করাতে পারেন তাহলে খুব কম সময়ে অধিক সেলের আশা করা যায়।

আশা করি আপনাদের সকলের কাজেআসবে।

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনার সুন্দর মন্তোব্যের জন্য। আমি প্রতিনিয়ত সবার নতুন কিছু উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ ।