গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৯] :: কিভাবে Plastic Business Card তৈরি করবেন?

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন অনেকদিন কোন টিউন করা হচ্ছেনা ব্যস্ততার কারণে যাইহোক এখন থেকে প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আমার টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা মার্কেটপ্লেসে নতুন বা বিভিন্ন কনটেস্ট মার্কেটপ্লেসে কাজ করেন তাদের সব সময় মনের মধ্যে নানাবিধ প্রশ্ন থাকে অন্যের ডিজাইন দেখলে ভাবে এটা কিভাবে করলো।

এর মধ্যে প্লাস্টিক বিজনেস কার্ড অন্যতম, অনেকের মনের প্রশ্ন যে কিভাবে করে প্লাস্টিক বিজনেস কার্ড। আসলে প্লাস্টিক বিজনেস কার্ড তৈরির দায়িত্ব প্রেসের লোকদের আপনার দায়িত্ব শুধু ডিজাইন করা এবং সেইটা প্রিন্ট করলে কেমন দেখাবে সেইটা দেখিয়ে দেওয়া কিন্তু সবাই ডিজাইন করতে পারে অথচ প্লাস্টিক এ প্রিন্ট দিলে কেমন লাগবে এটা দেখাতে পারেনা। বিজনেস কার্ডের মকাপে বসালে এটা হয়না প্লাস্টিক বিজনেস কার্ডের জন্য আলাদা মকাপ থাকে যেইটাই সেট করলে আপনার করা ডিজাইনটা খুব সুন্দর লাগবে মনে হবে প্লাস্টিক বিজনেস কার্ডের উপর করা।

আমি আমার টিউটোরিয়ালের description এ মকাপ ডাউনলোড লিংক দিয়ে দিছি ডাউনলোড করে নিবেন। অনেকে জানলেও এই ডিজাইন করতে ভয় পায় যে কিভাবে প্রিন্ট হবে যদি কোন সমস্যা হয়। আসলে এমন কিছুই না কোন সমস্যা হবে না নরমাল বিজনেস কার্ড যেভাবে ব্লিড সেটিং করে তৈরি করেন ঠিক একই ভাবে এটাও করতে হবে শেষে পিডিএফ ফাইল এ দিতে হবে বাকি কাজ যারা প্রিন্ট করবে তাদের। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন আবারো নতুন কিছু নিয়ে হাজির হবো

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস