গ্রাফিক ডিজাইনারের জন্য ১৬টি টিপস

গ্রাফিক ডিজাইনারের জন্য ১৬টি টিপস:

১। সংগ্রহকারী হোন:

যখনই কোন ভাল ডিজাইন দেখবেন তা সংগ্রহ করুন বাসায় এনে রাখুন। সফট কপি হলে তা কোন ফোল্ডারে সুন্দর ভাবে গুছিয়ে রাখুন।

২। বই কিনুন ;

শিক্ষার জন্য বইয়ের বিকল্প নাই। বই কিনুন বিষেশ করে ডিজাইন বই কিনুন ।
6

৩। ব্লগ পড়ুন:

ডিজাইন সম্পর্কিত ব্লগ পড়ুন । অংশ গ্রহন করুন ।মতামত দিন। নিজেও লিখুন।

৪।ব্লগ খুলুন:

নিজের ব্লগ খুলুন। হতে পারে ব্লগ স্পট বা অন্য কোথাও।
5

৫।অংশগ্রহন:

ডিজাইন কমিউনিটিতে অংশ

৬।ছবি তুলুন :

ছবি তুলুন বেশি বেশি । কোন ছবি ভাল লাগলেই তুলে ফেলুন।

৭।কাল্পনিক প্রজেক্ট বানানো :

কাল্পনিক একটি প্রতিষ্টানের নাম দিন লগো বানান ,ব্যানার ও ওয়েবসাইটের ডিজাইন করুন ।

৮। অন্যে প্রজেক্ট নিজে করুন:

অন্যের তৈরী করা কোন প্রজেক্ট নিজে নিজে চেস্টা করে বানান । আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়তাহবে।

৯।ডিজাইনার মিটিঙে যোগদান:

এটি আপনাকে অনেককিছু শিখাতে সহায়তা করবেন।

১০।পুরানডিজাইন নতুন করুন:

নিজে আগের কোন ডিজাইন নতুন ভাবে গড়ে তুলুন।

১১।অন্যান্য ডিজাইনারদের সাথে যোগাযোগ:

অন্যান্য ডিজাইনারের সাথে যোগাযোগ রাখুন ।কাজের ক্ষেত্রে আলোচনা করুন ।

১২। ফ্রি ক্লাস নিন:

অনলাইনে বা অফলাইনে একটি সিডিঊল করে ফ্রি ক্লাস নিন।

১৩। ইন্টারভিউ:

অন্যান্য ডিজাইনারের ইন্টারভিঊ নিন । নিজে ও ইন্টারভিঊ দিন ।

১৪। ভ্রমন:

ভ্রমন করুন । অনেক সুন্দর আমাদের এপৃথিবী। নতুন কোন থিম পেতে জরুরী।

১৫। নতুন কিছু শিখুন:

নতুন নতুনকাজ শিখতে আগ্রহী হোন । এবং শিখুন।

১৬। স্কেচ করুন:

আঁকতে থাকুন । চেস্টা করুন। পেন্সিল দিয়ে আঁকুন নিয়মিত ।

চিঠি দিব?

আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।

পরবর্তিতে প্রকাশিত হবে:

ইলাস্ট্রেটর ব্যবহারকারীদের সাধারন ভুলগুলো নিয়ে আলোচনা।

তথ্য সূত্র: ছবিগুলো ফ্লিকার থেকে নেয়া, লেখাটি অনুমোতি সাপেক্ষে এখান থেকে নেয়া।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস