সৌর বিদ্যুৎ দিয়ে কম্পিউটার চালাতে চাই।

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভাল আছেন ।

আমি এমন এক পল্লি এলাকাতে থাকি যেখানে একটু বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। আসার আর খবর থাকে না। তাই সৌর বিদ্যুৎ এর মাধ্যমে শুধু একটি কম্পিউটার চালাতে চাই। দৈনিক ৫-৬ ঘন্টা আর কিছু চালাবো না। কি পরিমান খরছ হবে জানালে অনেক উপকার হবে।

কম্পিউটার কনফেগারেশন

ডেক্সটপ পিসি: পি ৪

মনিটর: এল,ই.ডি ১৪''

আপনাদের সকলকে ধন্যবাদ।

Level 0

আমি ফ্রি বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোলার দিয়ে ডেস্কটপ পিসি চালাতে পারবেন, ৬০ ওয়াট সোলার দিয়ে ২ থেকে ২.৫ ঘণ্টা ব্যাকআপ পাবেন। ৮৫ ওয়াট সোলার দিয়ে ৪ ঘণ্টা ব্যাকআপ পাবেন। অন্যকিছু করতে পারবেন না ।
আপনার পিসির ওয়াট/আওয়ার জানতে এখানে দেখে নিন। http://www.msi.com/power-supply-calculator

    @জনি আহমেদ
    ভাই আপনাকে ধন্যবাদ cpu code ,cpu no দ্বারা কি বুঝাইছে? উল্লেখিত লিংকে
    ৮৫ ওয়াট সোলার এর দাম কেমন হবে?

এক্ষেত্রে আপনি একটি ইনভাটার/আইপিএস ব্যবহার করেন। আমিও ব্যবহার করছি।

    @শামছুল ইসলাম
    ভাই আপনাকে ধন্যবাদ। ভাই আমার কাছে অতিরিক্ত একটা ups আছে আমি চাইতেছি ঐটাকে ইনভাটার বানাবো নিম্মের টিউন https://www.techtunes.io/hardware/tune-id/51860 ফলো করে কিন্তু প্রশ্ন হলো ব্যটারী কত ভোল্ট ? কত এমপিয়ার নিব? দৈনিক ৫-৬ ঘন্টা ব্যবহারের জন্য।

আপনার প্রয়োজন এসি টু ডিসি ইনভার্টার। যা বাজারে কিনতে পাওয়া যায়।

    @শামছুল ইসলাম
    শামছুল ভাই,আমি ও আপনের সঙ্গে একটু কথা বলতে চাই। ইনভাটার/আইপিএস এর বেপারে। kindly Give Me a Missed call in this Number ০১৭৯১২৭৫৭২৭. ০১৮৩৩১৬৪৬৪০তা হলে খুব উপকৃত হতাম।

শামছুল ভাই,আমি আপনের সঙ্গে একটু কথা বলতে চাই। ইনভাটার/আইপিএস এর বেপারে। kindly Give Me a Missed call in this Number 01918118533 or 01716948707. তা হলে খুব উপকৃত হতাম।

You can resolve your problem easily using your UPS. Just you need a extra secondary battery and a solar power system approx. 100 watt.
Contact me for the solution, I sent you a message on your Robi number.
Thanks.

Level 0

বাংলাদেশে শুধু সোলার প্যানেলের এর দাম কত এবং কথায় পাওয়া যায় কেউ বলবেন দয়া করে…

বিস্তারিত জানতে আমার সাথে কথা বলতে চাইলে ০১৭১২৪০২৮৯৯

Level New

akdom soja kotha,ups jody thake seti khule battery songjog ta khule apnar solar battery te jukto kore din, r solar er dam er khetre sudu plate er besi dam na, 60taka/watt. 50tk/watt o pabem kintu valo hobena

বর্তমানে দেশে সোলার কোম্পানীর অভাব নেই, তবে রহিম আফরোজ বা গ্রামীনশক্তি থেকে নিতে পারেন এদের বিক্রয়োত্তর সেবার মান ভালো । নগদ বা কিস্তিতে কিনে নিতে পারেন, নগদে কিনলে সাশ্রয় হবে, অবশ্যই সোলার ব্যাটারী নিবেন না হলে ব্যাকআপ ভালো পাবেন না । ৮৫ওয়াট/আওয়ার*১২ভোল্ট (সেটিংচার্জসহ+প্যানেল+কন্ট্রোলার+ব্যাটারী) দাম পড়বে ২০ থেকে ২১ হাজার । ১২০ ওয়াট দাম পড়বে ২৪ থেকে ২৫ এর মধ্যে । এর সাথে একটা ইনভার্টার নিতে হবে আপনাকে । ইনভার্টারের দামটা সঠিক জানা নেই তবে কেনার সময় তাদের সাথে কথা বলে দেখতে পারেন।

আর কেনার জন্য এদের কাষ্টমার সেন্টারে যোগাযোগ করেন বা ঢাকায় থাকলে যেকোন গাড়ির ব্যাটারির দোকানে জিজ্ঞেস করেন আপনার কাছাকাছি ঠিকানা পেয়ে যাবেন ।

আপনি 200আম্পিয়ার Battery. আর ১০০০VA ১টা Ips. কিনে নিতে পারেন দাম পরবে ২৫০০০-৩০০০০। এর মদ্ধে এটা দিয়ে আপনি ১টা ডেস্কটপ। পিসি LCd. মনিটর হলে ২০/২২। ঘণ্টা backup. পাবেন। আমি এভাবে চালাই ২ বছর যাবত।

আপনাদের সকলকে ধন্যবাদ ।
আমি সিদ্ধান্ত নিয়েছি আপতত ১০০ এমপিয়ারের একটি ব্যাটারী নিব এবং আমার ups কে ইনভার্টার বানাবো আর একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জার বানাবো এ ব্যপারে আপনাদের মতামত চাই।