বর্তমান সময়ের সেরা অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ গুলো!!!

ঘড়ির কথা মনে হলেই সর্বপ্রথম আমার একটা কথাই মনে পড়ে যায়। আর সেটা না বলেও থাকতে পারি না। যখন প্রাইমারিতে পড়তাম তখন CASIO হাতঘড়িগুলোর বেশ কদর ছিল। আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক দুপুর একটা বাজার আগে সবার ঘড়ির টাইম সেকেন্ড পর্যন্ত মিলিয়ে এক করে নিতাম। এরপর একটা বা দুইটা বাজলে সবার হাত পাশাপাশি রাখতাম। আর ঘড়ির সেই টি-টি সাউন্ড ২০ সেকেন্ড বা মিনিট ধরে শুনতাম। একটা অন্যরকম মজা ছিলো। ছোট্ট বর্গাকার সে ঘড়ি। সুন্দর করে লেখা থাকতো 'CASIO', 'WATER RESISTANT'। আমি বেশিরভাগ সময়ই চিন্তা করি প্রযুক্তির কারণে আমরা কী পাচ্ছি আর কী হারাচ্ছি। কারণ, অনবরত প্রযুক্তি শুধু ব্যবহার করেই চলেছি। কিন্তু কী হারাচ্ছি তা কখনই চিন্তা করি না।

হ্যাঁ। সেই যুগটা আর নেই। আর তাই সেই হাতঘড়িও আর কেউ পড়েনা। এখন সেই জায়গাটা স্থান করে নিয়েছে স্মার্টওয়াচ।স্মার্টওয়াচ কী সে বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। সবাই বোঝেন। তাই চলুন সরাসরি চলে যাই মূল টিউনে। দেখে নিই সেরা কিছু অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচগুলো।

1. এল জি ওয়াচ স্টাইল (LG Watch Style)

এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৩+, আই ও এস ৮.২+

ডিসপ্লে: ১.২" এবং রেজ্যুলেশন ৩৬০x৩৬০

প্রসেসর: স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০

অনবোর্ড স্টোরেজ: ৪ জিবি

ব্যাটারির স্থায়ীত্বকাল: সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত

চার্জিং পদ্ধতি: কনডাক্টিভ ইউ এস বি চার্জার

আই পি রেটিং: আই পি ৬৭

কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ

সুবিধাসমূহ:
দেখতে সুন্দর
দামও সাধ্যের মধ্যে
অসুবিধাসমূহ:
ব্যাটারির স্থায়ীত্বকাল অসন্তোষজনক
এন এফ সি কানেক্টিভিটি নেই

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস