ল্যাপটপকে গেমিং পিসির মতো পারফরমেন্স দিতে ব্যবহার করুন eGPU!

ভিডিও গেমস খেলতে কে-না ভালোবাসে? তার উপর যদি আপনার চমৎকার কনফিগারেশনযুক্ত পিসি থাকে তাহলে তো কথাই নেই। তবে বর্তমানে আমরা ডেক্সটপ কম্পিউটারের থেকে ল্যাপটপের প্রতি অনেক বেশি ঝুঁকে গিয়েছি। কারণ ল্যাপটপ হচ্ছে পোর্টেবল ডিভাইস। যখন যেখানে খুশি সেখানে ল্যাপটপকে আমরা নিয়ে যেতে পারছি। ডেক্সটপ কম্পিউটারের সকল কাজই যেহেতু ল্যাপটপে করা সম্ভব তাই আমরা বর্তমানে ল্যাপটপ তুলনামূলক ভাবে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু ডেক্সটপের সকল কাজই ল্যাপটপে করা গেলেও একটি কাজ করা যায় না, আর হলো গেমিং বা হেভি টাস্কযুক্ত কাজগুলো। যেমন হেভি মানের গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিংয়ের কাজ। তবে বর্তমানে গেমিং ল্যাপটপ ধরনের আলাদা হেভি ডিউটি ল্যাপটপ বাজারে রয়েছে কিন্তু সেগুলো পারফরমেন্সের সাথে সাথে দামও অনেক বেশি। আর যতই গেমিং ল্যাপটপ হোক না কেন এগুলো ব্যবহার করা হয়ে থাকে “মোবাইল জিপিইউ”। অর্থ্যাৎ গ্রাফিক্স কার্ডের ল্যাপটপ ভার্সন এগুলোতে ব্যবহার হয়ে থাকে। আর তাই এগুলো ডেক্সটপ গ্রাফিক্স কার্ডের মতো একই ধাঁচের পারফরমেন্স দিতে পারে না। আর অন্যদিকে ল্যাপটপে ডেক্সটপের গ্রাফিক্স কার্ড লাগানো যায় না। তাই এখন কি করবেন? ল্যাপটপে হেভি ডিউটি টাস্ক বা গেমিংয়ের জন্য দামী দামী ল্যাপটপ কিনবেন নাকি ডেক্সটপ? এবার যেকোনো মানের ল্যাপটপে এই ছোট বক্সটি কানেক্ট করেই পেয়ে যান সম্পূর্ণ ডেক্সটপ জিপিইউ এর পাওয়ার আর আপনার ল্যাপটপকে বানিয়ে ফেলতে পারেন একদম “true” গেমিং পিসি। জিনিস টা কি? তো আসুন দেখে নেই:

ল্যাপটপকে সত্যিকারের গেমিং পিসির মতো পারফরমেন্স দেওয়ার জন্য বাজারে এসেছে Breakaway Puck। এটি একটি eGPU যেটা দেখতে একটি বক্সের মতো; এই এক্সটারনাল বক্সে থাকে একটি গ্রাফিক্স কার্ড এবং এটাকে আপনি ইউএসবি পোর্টের মাধ্যমে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। মানে হলো এবার থেকে আপনি সরাসরি ডেক্সটপ গ্রাফিক্স কার্ডকে ল্যাপটপে সত্যিই “ইন্সটল” করতে পারবেন! বক্সটি শুধু ইউএসবি পোর্টের মাধ্যমে ল্যাপটপে কানেক্ট করুন এবং উক্ত জিপিইউ এর ড্রাইভারটি ল্যাপটপে ইন্সটল করে নিন তাহলেই এই মিনি ডিভাইসটি আপনার ল্যাপটপে ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে।

ডিভাইসটি তৈরি করেছে Sonnet এবং ডিভাইসটি বাজারে আপনি দুটি মডেলে পাবেন। একটি মডেলে পাবেন AMD RX 560 গ্রাফিক্স কার্ড যেটার দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার (৩৭, ৭৫০ টাকা) এবং আরেকটি মডেলে পাবেন AMD RX 570 গ্রাফিক্স কার্ড যেটার দাম রাখা হয়েছে ৬০০ মার্কিন ডলার (৫০, ৩১০ টাকা)। এবার আপনারা বলতে পারেন ভাই এগুলা তো বেশ দামি! হ্যাঁ বাজারে নতুন ধাঁচের জিনিস  প্রথম প্রথম একটু দামিই হয়ে থাকে। প্লাস আপনি এর মাধ্যমে ডেক্সটপের গ্রাফিক্স কার্ড আপনার ল্যাপটপে ব্যবহার করতে পারছেন আর এই বক্সটি আপনার স্লো ল্যাপটপে লাগালেও সেটার পারফরমেন্স কতটুকু যে বুস্ট হবে যেটা না ব্যবহার করলে বুঝতে পারবেন না।

ডিভাইসগুলোর সেটআপ করাও বেশ সহজ। জাস্ট ডিভাইসটিকে তার ১ ফুট লম্বা USB-C কর্ড দিয়ে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করুন। যেসকল ল্যাপটপগুলোতে মাইক্রোসফট উইন্ডোজ ১০ চলছে সেগুলো এই eGPU কে কানেক্ট করার সাথে সাথেই ডিটেক্ট করে নেবে। তারপর আপনার ডিভাইসের গ্রাফিক্স কার্ডে ড্রাইভারটি নেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন, তারপর ল্যাপটপটি রিস্টার্ট করে নেন তাহলেই কেল্লা ফতে!

এছাড়াও যেসকল ল্যাপটপে আলাদা কোনো মনিটার কানেক্ট করার পোর্ট নেই তাদের জন্য রয়েছে সুখবর। এই eGPU বক্সে রয়েছে আলাদা ডেটিকেটেড ৩টি DisplayPort এবং একটি HDMI পোর্ট। এর মাধম্যে আপনি ল্যাপটপকে এই ডিভাইসটির সাথে কানেক্ট করার পরে বড় কোনো আলাদা মনিটরের সাথেও কানেক্ট করতে পারবেন।

তবে এই ডিভাইসটিরও কিছু লিমিটেশন রয়েছে। দামের কথা না হয় বাদই দিলাম। ডিভাইসটিতে আরো কিছু জায়গা রয়েছে যেখানে Sonnet কোম্পানি ভবিৎষতে আপগ্রেড করার প্রয়োজন হবে। এগুলো হচ্ছে ডিভাইসটিতে এডিশনাল আরো কয়েকটি USB পোর্ট রাখা। আর হ্যাঁ ডেক্সটপ গ্রাফিক্স কার্ডে যখন প্রেসার পড়ে তখন লক্ষ্য করলে দেখবেন যে জিপিইউ এর কুলিং ফ্যান বেশ দ্রুত গতিতে ঘুরতে থাকে। আর ঠিক এমনই এই ডিভাইসেও রয়েছে। আপনি যখন কোনো হেভি গেম লোড দিবেন বা হেভি টাস্কযুক্ত প্রোগ্রাম ল্যাপটপে চালাবেন তখন এই ডিভাইসটির বিল্ট ইন কুলিং ফ্যানটিও দ্রুত গতিতে চলতে থাকবে; ফলাফল হবে এক্সটা শব্দের। আর ইউএসবি কর্ডের সাইজ মাত্র ১ ফুট হওয়ায় ডিভাইসটিকে যে আপনি বেশ দূরে রেখেও যে ব্যবহার করতে পারবেন তাও কিন্তু হবে না।

পরিশিষ্ট:

কথায় আছে শখের জিনিস ৮০ তোলা। ৪৫০ মার্কিন ডলার দিয়ে এই ডিভাইসটি আপনি কিনবেন আর এর ভিতরে যে গ্রাফিক্স কার্ডটি দেওয়া থাকবে তা হলো AMD RX 560। আর এই AMD RX 560 গ্রাফিক্স কার্ডটি যদি 4GB ডিডিআর ৫ সংষ্করণের জন্য আপনি বাজারে আলাদা করে ডেক্সটপের জন্য কিনতে যান তাহলে আপনার খরচ পড়বে ১৩০ মার্কিন ডলারের মতো। মানে গ্রাফিক্স কার্ড ছাড়া শুধু ডিভাইসটির দাম রাখা হয়েছে প্রায় ৩০০ ডলারের মতো, যা ডিভাইসের ভিতরের গ্রাফিক্স কার্ডের দামের প্রায় দ্বিগুণ!  তবে আগেই বলেছে শখের জিনিস ৮০ তোলা। যাদের ল্যাপটপে on-the-go গেমিং বা হেভি ডিউটি টাস্ক করার শখ তারা এই ডিভাইসটির মাধ্যমে তাদের খায়েশকে মেটাতে পারবেন। তবে আপনি যদি আরো বেশি বাজেটশালী হয়ে থাকেন তাহলে Razer, Asus এদের মতো বড় বড় কোম্পানির eGPU গুলোকে দেখতে পারেন। সেগুলোর দাম আরো বেশি হবে এবং পারফরমেন্সও বেশি হবে।

তো Breakaway Puck নিয়ে আমার আজকের টিউন এখানেই শেষ করছি। আশা করবো টিউনটি দেখে আপনারা বেশ কিছু জিনিস জানতে পেরেছেন। ডিভাইসটির সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচের টিউমেন্ট বক্সে চটপট আপনি করে ফেলতে পারেন। আর Breakaway Puck নামটাও আমার কাছে জানি কেমন লাগলো। যাই ডিভাইসটির কিছু Key-Point দিয়ে আমি আমার আজকের টিউনটি শেষ করছি:

  • ডিভাইসটি কাজ করার জন্য চাই Thunderbolt 3 পোর্টযুক্ত ল্যাপটপ
  • উইন্ডোজ ১০ ছাড়া ডিভাইসটি অন্য অপারেটিং সিস্টেমে সার্পোট করবে না
  • ম্যাকে কাজ করার জন্য চাই  High Sierra ভার্সন, তাও এটা সম্পূর্ণ রূপে সার্পোট করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ সকল Thunderbolt পোর্টযুক্ত ম্যাক ডিভাইসগুলো AMD এর ড্রাইভারকে সার্পোট করে না
  • ডিভাইসটিতে রয়েছে তিনটি ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI পোর্ট, আলাদা কোনো ইউএসবি পোর্ট নেই
  • এক্সটারনাল ডিসপ্লেতে কানেক্ট করার আগে আপনাকে প্রথমে eGPU কে কানেক্ট করে ড্রাইভার ইন্সটল করে নিতে হবে
  • কিছু কিছু গেম এই eGPU কে না-ও সার্পোট করতে পারে (তবে নিজে থেকে সেটিংস করে নিতে হবে)
  • বর্তমানে মাত্র দুটি জিপিইউ মডেলে এটি পাওয়া যাচ্ছে

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস