কপি প্রটেক্টেড সিডি’র প্রটেকশন কি করে রিমুভ করবো বলতে পারেন কেও?

প্লীজ কেও আমাকে হেল্প করেন। আমার Oxford Advanced Learner's Dictionary'র সিডি টা স্ক্র্যাচ পরে নষ্ট হয়ে যাচ্ছে। তাই এটার একটা কপি করে রাখতে চাচ্ছি। কিন্তু এটা তো কপি  প্রটেক্টেড তাই কিছুতেই পারছিনা। কপি করে অন্য সিডিতে রাইট করলে লাভ হচ্ছে না। কারন অই রাইট করা সিডি থেকে ইন্সটল হচ্ছে না।

কেও কি আমাকে এব্যাপারে হেল্প করতে পারেন। বলতে পারেন কিভাবে এই প্রটেকশন রিমুভ করে অন্য সিডিতে রাইট করতে পারব?

Level 0

আমি বোকা ডাকু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

nObOdY iS pErFeCt. i'M nObODy


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সহজ একটা কাজ । আপনার সিডি তে ২ বা ৩ টি ফাইল পাবেন যেগুলো প্রত্যেকটির ফাইল সাইজ ৭০০ উপরে যেমন- ১ গিগাবাইট । আপনি ঐ ফাইলগুলোকে বাদ দিয়ে বাকি ফাইলগুলো কপি করে হার্ডডিক্সে পার করে নিন । ব্যাস হয়ে গেল আপনার Oxford এর রাইট প্রটেক্টেড সিডি কপি !!! 😀 😀

আসলে ১ গিগাবাইটের যে ফাইলগুলো সিডি তে রয়েছে সেগুলো অপ্রয়োজনীয় । ওগুলো দেয়া হয়েছে শুধুমাত্র সিডি কে কপি প্রটেক্টেড করার জন্য, Oxford Dictonary এর সাথে এর কোন সর্ম্পক নেই । Oxford Dictonary চলতে ঐ ফাইলগুলোর কখনোই প্রয়োজন হয় না ।

তরঙ্গ ভাই এর সাথে একমত। এই পদ্ধতি ফলো করলেই আপনার কাজ হবে আশা করি।