কি সফট দিয়ে ডিভিডিতে ডাটা রাইট করলে নির্দিষ্ট ফোল্ডার অটোরান করা যাবে

আসলে আমার প্রয়োজন একটি অটোরান তৈরী করার সফট যেমনটা cd menu pro কিন্তু সমস্যা হলো সিডি মেনোতে এমন কোনো বাটন তৈরী করা যায় না যা দিয়ে কোনো ফোল্ডারকে এক্সপ্লোর করতে পারি।cd menu pro দিয়ে তৈরীকৃত বাটন গুলো শুধুমাত্র কোন pdf.doc.exe html ইত্যাদি ফাইলকে রান করতে পারে। তাই ফোল্ডার এক্সপ্লোর করতে পারে এমন একটি সফট ভীষণ দরকার জানিনা কোন সফট দিয়ে আমার উদ্দেশ্য সফল হবে অভিজ্ঞদের কাছে সাহায্য কামনা করছি।

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

DVD Autorun Menu Builder এইডা লেইখ্যা Google এ সার্চ মারেন ….. তাইলে শত শত পাইয়া যাবেন । সেই ৯৭/৯৮ সালের দিকে এই কাজগুলা কইরা খুব মজা পাইতাম । একযুগেরও বেশি সময় পরে কেমনে কই কোনটা ভাল আর কোনটা খারপ !! কয়েকটা নামাইয়া ব্যবহার করে দেখেন কোনটা ভাল ।