এন্ড্রয়েড ফোনের জন্য কিছু এ্যাপস প্রয়োজন

আমার এন্ড্রয়েড ফোন (Samsung Galaxy Y) এর জন্য কিছু এ্যাপস প্রয়োজন যা আমি ফ্রীতে পাচ্ছি না। প্লিজ সাহায্য করুন এই বিষয়ে। আমার ফোনটি রুট করা।

আমার যে সকল এ্যাপস প্রয়োজন :

১. বাংলা ক্যালেন্ডার (যে কোনটা হলেই চলবে কিন্তু আমি একটি দেখেছি তা হচ্ছে 'Bengali Panjika Calendar 2012')। আর এই এ্যাপসটি অফলাইনের হলে ভালো হবে বেশি। অথবা এমন কোন সিস্টেম যেন রাতে আমি বাসায় ওয়াইফাইতে আপডেট দেবো আর অন্য সময় নেট ছাড়াই বাইরে ব্যবহার করতে পারবো বাংলা তারিখ জানার জন্য যেকোন ক্যালেন্ডার।

২.  Camera ZOOM FX : এটাও গুগল এর মার্কেটে ফ্রী না। পেইড ভার্সন। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। ক্যামেরার ভিতরে মনে হচ্ছে এটাই বেস্ট আপাতত আমার দেখা। এতে জুমিং সিস্টেম আছে যা অনেক ভালো এছাড়াও আরও অনেক কিছু।

৩.  Unified Remote Full : এটার ফ্রী ভার্সনটা আমি ব্যবহার করছি এখন, মারাত্মক সুন্দর। তবে ফুল ভার্সনে আরও কিছু বার্তি ফিচার যুক্ত হয়েছে। ফুল ভার্সনে ভয়েস কমান্ডের ব্যবস্থাও আছে যা ফ্রী ভার্সনটিতে নাই।

৪.  আর এমন একটি এ্যাপস যা দিয়ে আমি আমার ফোনের সকল সাউন্ড (কথা-বার্তা, মিউজিক, অডিও/ভিডিও গান এমনকি সকল গেমস এবং অন্যান্য এ্যাপস এর সাউন্ড) আমার পিসির স্পিকারে ওয়াইফাই এর মাধ্যকে শুনতে পাবো। আমি এর উল্টোটা পেয়েছি, পিসির সকল সাউন্ড আমার ফোনে শুনতে পাচ্ছি। আমার এটা অনেক প্রয়োজন। আমি গুগল মার্কেটে কি দিয়ে সার্চ দিয়ে এটা পাবো তাই বুঝতে পারছি না, অনেক সার্চ করেছি আসে না।

৫.  সবশেষে এমন এক বা একাধিক অনলাইন রেডও এবং টিভি এর এ্যাপস প্রয়োজন যা আমার ওয়াইফাই দিয়ে ফোনে অনায়াসেই চলবে, এবং কম নেট স্পীড হলেও। আমার প্রয়োজন 10-15 kB/s আমার নেট 20 kB/s ।

প্লিজ একটু ট্রাই করে আমাকে সাহায্য করুন।

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Camera Zoom FX: http://letitbit.net/download/81009.82ccb0130cf9598e2f9136b23d18/6037.apk.html

Unified Remote Full: http://www.2shared.com/file/FEynvqif/Unified_Remote_Full_v230_apkma.html

Sound, speaker a play korar Remote typer app gula dakhen… Ami amar site a post korar shomoy akdin dekhsilam airokom app. But vule gesi akhon… Aije amar site, http://appstation.co.cc R Last.FM like kori ami.

    @aan007bd: thaks friend. আপনি কোন রেডিও এর কথা বললেন বুঝলাম না। এটা কি ‘Last.FM’ নাকি শুধু ‘FM’ হবে ? আর আমার নেট স্পিড কম তাই লোড নেট স্পিডে ভালো চলে এমনটা প্রয়োজন ছিল। ১০ থেকে ১২/১৫ কেবি তে যেন চলে। আমি পাই ২০ কেবি।
    আবারও অসংখ্য ধন্যবাদ।

    @aan007bd: ভাইয়া, আমি আপনার দেয়া লিংক হতে ‘Unified Remote Full’ তো নিয়েছি কিন্তু আমার যেটা বেশি প্রয়োজন ছিল সেই এ্যাপস ‘Camera Zoom FX’ টি নিতে পারছি না। যদি আপনি অনুগ্রহ করে এই এ্যাপসটি মিডিয়াফায়ারে আপলোড করে দিতেন অথবা ফাইলটিতো ছোট যদি আমার ইমেইল এ ‘[email protected]’ attach করে দিতেন অনেক উপকৃত হতাম।

      Level 0

      @এলিন: Okay, amar DropBox a upload dilam: http://dl.dropbox.com/u/36206802/Apps/Camera_Zoom_FX_v3.5.2_Retailed.apk

      Last.FM famous Online Radio site & app: http://play.google.com/store/apps/details?id=fm.last.android&hl=en

      Amake apni apni bolar dorker nei. Ami apnar theke choto. R ami apnake chini, Projonmo forum theke… 🙂

        @aan007bd: তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইবার ডাউনলোড হয়েছে। তুমি রেডিওটি কেমন নেটস্পীডে ব্যবহার করো ?
        আর প্রজন্ম ফোরামে তোমার নাম কি জানতে পারি ? 🙂

        @aan007bd: তোমাকে ধন্যবাদ আমি ফাইলগুলি ডাউনলোড করলাম এবং তোমার প্রোফাইল ঘেটে তোমার ব্লগটি ভিসিট করলাম। অনেক সুন্দর হইছে ব্লগটি। তুমি আমাকে যে Camera Zoom FX দিয়েছো সেটা এন্ড্রয়েড ভার্সন ৩ এর জন্য আর আমার ফোনে এন্ড্রয়েড আছে ভার্স ২.৩ এখন ?????? আমি তোমার ব্লগে দেখলাম পেলাম না।

        @aan007bd: Camera Zoom Fx টা আমার কাজ হয়েছে। আমার এন্ড্রয়েড ফোনে সাপোর্ট করেছে। ধন্যবাদ তোমাকে।

          Level 0

          @এলিন: Shob place ai amar username aan007bd. Camera Zoom Fx App er version 3.5.2. Not OS version. R amar profile je link ta deya, oi to amar old blog. New ta holo .co.cc er. http://appstation.co.cc

আমি বুঝেছি কেমেরার এ্যাপসটির ব্যপারে। এবং কাজও হয়েছে। ধন্যবাদ। ফেইসবুকেও কি আপনার আইডি ঐটাই ? আর co.cc আমার Eset Smart Security ব্লক করে দেয়। আমি তবুও ইসেটকে ডিসেবল করে ভিসিট করেছিলাম।