হেল্প প্লিজ, এবারঃ Hame MPR-A1

গতকাল আমি একটা Hame MPR-A1 পকেট রাউটার কিনেছি। ডিভাইসটিতে একমাত্র ওয়াইফাই দিয়ে লগইন করা যায়। লগইন করার পর দেখি এর firmware এর ভাষা চাইনীজ। নেটে অনেক খুঁজে শেষ পর্যন্ত ভাষাটা ইংরেজীতে পরিবর্তন করতে পেরেছি। তারপর এর বিভিন্ন অপশন দেখতে গিয়ে এক পর্যায়ে আমি ডিভাইসটির wifi বন্ধ করার একটা অপশন পাই এবং গাধার মত তা বন্ধ করে দেই। তারপর থেকে আমি আর ডিভাইসটি ব্যবহার করতে পারছিনা। কোন ভাবেই আমি আর ডিভাইসটিতে লগইন করতে পারছিনা। কারন ওয়াইফাই ছিল এর লগইন করার একমাত্র উপায়। বেশ কয়েকবার রিসেট দিয়েছি (চালু এবং বন্ধ অবস্থায়), কিন্তু কোন কাজে আসছে না। এখন জিনিসটি হাতে নিয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় দেখছি। আপনাদের কারো কাছে যদি এই সমস্যা থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় থাকে, দয়া করে আমাকে এই সমস্যা থেকে একটু উদ্ধার করেন।

এর আগেও বেশ কয়েকবার সমস্যায় পরে আমি টেকটিউনস এর কাছে সাহায্য চেয়েছি। কোন বারই নিরাশ হয়নি। আশা করি এবারও হব না।

আপনাদের সাহায্যের আশায় রইলাম।

Level 0

আমি emtiazemon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস