ব্লুটুথ কাজ করছে না।Please Help Me

আস্সালামু আলাইকুম,

আমি উইন্ডোজ ৭ আলটিমেট ৩২ বিট ব্যবহার করছি আসুস এ৪২এফ ডুয়াল কোর ২.২ গিগা. নোটবুকে। প্রায় ৮-৯ ব্যবহার করেছি স্বাভাবিক ভাবেই। কিন্তু গতকাল পূনরায় উইন্ডোজ ৭ আলটিমেট দিয়েছি। কিন্তু এখন আর ব্লুটুথ পাচ্ছি না। আমি যখন সুইচ করার জন্য fn+f2 (for asus notebook) key press করছি তখন শুধু WAN টা শো করছে এবং  কাজ করছে। কিন্তু ব্লুটুথ পপআপ শো ও করছে না, কাজও করছে না। আলাদাভাবে ব্লুটুথ ড্রাইভার ইনস্টল করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হচ্ছে না। এখন কি করতে পারি, যে ভাই পারেন দয়াকরে একটু সাহায্য করুন।

Level 0

আমি রিজভী আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নেট মাস্টার ভাইয়ের এই টিউন দেখুন https://www.techtunes.io/hardware/tune-id/122733

Level New

রেজাউল ভাই,
আপনি ব্লুটুথ সফট টি রিমুভ করে নেট কানেকশান থাকা অবস্থায় ইন্সটল করুন, আশা করি সলভ হবে।