একটি ডট কম ডোমেইন কিনতে চাই

ইন্টারনেট প্রযুক্তির সাথে যুক্ত আছি আনেক দিন থেকেই। টেকটিউনসের সাথেও আমার অনেক দিনের পরিচয়। আমার টেক জীবনে টেকটিউন্সের (আসলে টেকটিউনসের সম্মানিত টিউনারগনের ) অবদান সবচেয়ে বেশি। তাই আজ আপনাদের কাছে একটি টেক বিষয়ক সাহায্য কামনা করছি।

গত কয়েকদিন থেকে ভাবছি নিজের একটা ব্লগ সাইট বানাব। এর আগেও অনেক সাইট বানিয়েছি কিন্তু সেগুলো সব ফ্রী ডোমেইন এবং ফ্রী হোস্টিং দিয়ে।
কিন্তু সত্যিকার অর্থেই সেগুলোকে আপন ওয়েবসাইট মনে হয়নি।
তাই আমি চাচ্ছি একটা .com ডোমেইন কিনে সেটা দিয়ে ওয়েবসাইট তৈরী করতে।

তবে সমস্যা হল,
অনেক টিউনে পড়েছি যে ডোমেইন কেনার আগে অনেক বিষয়ে সতর্ক থাকতে হয়।
তানাহলে পরবর্তিতে ভোগান্তিতে পরতে হয়।
বিষেশ করে ডোমেইনের কন্ট্রোল প্যানেল নিজের কাছে রাখতে হয়। যাতে পরবর্তিতে ডোমেইন ট্রান্সফার করতে কোন রকম ঝামেলা না হয়।
আবার ডোমেইনের দামের ব্যপারটাও মাথায় রাখতে হয়। সস্তায় কিনে শেষে তিন অবস্থার শিকার হওয়ার ব্যপারটা খুবই খারাপ।

যাই হোক
শেষে চিন্তা ভাবনা করে ঠিক করলাম টিউনার ভাই(বোন)দের পরামর্শ নেয়াটাই আপাতত সবচেয়ে ভাল হবে।

সুতরাং আপনাদের কাছে ডোমেইন কেনার ব্যপারে আমি সুcomment আশা করি।

Level New

আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস