উইন্ডোজ ৭ এ ডিভাইস ড্রাইভার সমস্যা

আমি উইন্ডোজ ৭ আলটিমেট ইউস করি। সেট আপ করার পর প্রথম প্রথম সব পেনড্রাইভ সাপোর্ট করে, কিন্তু সফটওয়্যার সেটআপ দেয়ার পর পুরোনো পেনড্রাইভ সাপোর্ট করে ঠিকিই কিন্তু নতুন কোন পেন ড্রাইভ বা কার্ড রিডার, মেস স্টোরেজ ডিভাইজ ইত্যাদি সাপোর্ট করে না। দেখায় Device Driver software was not successfully installed. আর একটা ইরর সাউন্ড দেয়। আমার অটো আপডেট বন্ধ করা ছিলো, এই সমস্যার পর অটো ড্রাইভার আপডেট চালু করছি কিন্তু এখনোও সমস্যা সমাধান হয় নাই। XP ইউস করলে এই সমস্যা হয়না। প্লিজ কেউ সাহায্য করুন! আর একটা কথা, আমি যদি উইন্ডোজ আপডেট দেই কোনো সমস্যা হবে?? আমি বাজারে পাওয়া যায় নরমাল সিডি থেকে windows 7 ইন্সটল করছি,এটা কি জেনুইন?? আর যদি জেনুইন না হয় কি করে বুঝবো?আপডেট দিলে কি সমস্যা হতে পারে? জানা থাকলে সাহায্য করবেন প্লিজ!!

Level 0

আমি sajibmazhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আপনি এক কাজ করেন উইন্ডোজ এক্সপি সেটআপ করে সেখানে আগে দেখুন যে আপনার ইউএসবি গুলো লাইন পাচ্ছে কি পাচ্ছে না? যদি ওখানেও দেখেন যে একই সমস্যা তা হলে বুঝবেন যে আপনার ভিতরে সমস্যা আছে। আর যদি এক্সপি তে ঠিক মত লাইন পায় মাগার ৭ এ পাচ্ছে না তাহলে ড্রাইভার ইন্সটল করলে হবে। ইন্টেল এর মাদারবোর্ড হলে ইন্টেল সফটওয়্যার ইন্সটল ইউটিলিটি নামে একটা সফট আছে এটা ইন্সটল দিয়ে দেখতে পারেন। এটা অবশ্য মাদারবোর্ড এর সিডি তে দেয়াই থাকে। সবচেয়ে ভাল হয় মাদারবোর্ড এর সিডি টা ভালভাবে ফুল সেট আপ করা। আর যদি সিডি টা সাপোর্ট না করে নেট উইন্ডোজ ৭ এর ড্রাইভার পাওয়া যায় ওগুলো নামিয়ে ইন্সটল দিয়েন।

    @kamrul_pc: ভাই,উইন্ডোজ এক্সপি তে কোন প্রবলেম হয়না, শুধু উইন্ডোজ ৭ এই প্রবলেম।প্রখমে ভাবছিলাম সিডিতে প্রবলেম, কিন্তু সিডিতে প্রবলেম থাকলে সেটআপ করার পর সব ইউএসবি পায় কিভাবে? আর মাদারবোর্ডের সিডিতো ভাই ইন্সটলই হয়না,এপ্লিকেশন ক্রাশ দেখায়।আমার মাদারবোর্ড বায়োস্টার 945GC micro 775। আমার জানামতে এই মাদারবোর্ডের সব ড্রাইভার উইন্ডোজ ৭ আগে থেকেই খাকে কারন সেটআপ করার পর আলাদা করে সাউন্ড,ভিজিএ ইত্যাদি ড্রাইভার দেয়া লাগে না।তারপরেও এই সমস্যা কেন হচ্ছে আমি বুঝলাম না.,..

Level 0

ল্যাপটপ হাতে পেলেই এ নিয়ে টিউন করব। ইনশা আল্লাহ আপনার প্রব্লেম দূর হবেই

Level New

ভাই আপনি উইন্ডোজ ৭ এর কোনটা চালান জানি না। উইন্ডোজ ৭ আল্টিমেট টা চালাইয়েন। আপনি একবার উইন্ডোজ ৮ দিয়ে চেষ্টা করুন দেখা যাক কি হয়। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সবসময় ফ্রেশ ইন্সটল দেয়ার চেষ্টা করবেন। উইন্ডোজ সেটআপ দেয়ার সময় পিসি হ্যাং হলে কিংবা সেটআপ এ টাইম বেশি লাগলে বুঝবেন যে সিডি তে প্রবেল্ম আছে। ওসব সিডি ইউজ না করাই ভাল। তা ছাড়া একটা সিডি দিয়ে ৮ -১০ বার ইন্সটল করলে ওই সিডি আরা ভালমত কাজ করে না।এতে করে উইন্ডোজ এ ফাইল মিসিং যায় অ্যান্ড উইন্ডোজ ঠিকমত কাজ করে না। আপনি ইচ্ছা করলে পেনড্রাইভ এ আইএসও রাইট করেও উইন্ডোজ ইন্সটল করতে পারেন। আর একটা কথা উইন্ডোজ আলটিমেট টা কিন্তু ৩.৪৭ জিবি । এইটা অরিজিনাল আইএসও। আপনি ফ্রেশ সিডি দিয়ে উইন্ডোজ ইন্সটল করে চেক করে দেখুন। আশা করি হবে। আর একটা কথা হ্যাঁ উইন্ডোজ ৭ অ্যান্ড ৮ এ মাদারবোর্ড এর সিডি ইন্সটল না দিলেও চলে কারন আগে থেকে কিছু ড্রাইভার ইন্সটল করা থাকে। কিন্তু হার্ডওয়্যার এর ফুল পারফরমেন্স পেতে চাইলে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি ড্রাইভার সেটআপ করতে হবে।যেমন অডিও ড্রাইভার যদি সেটআপ না দেন গান শুনতে পাবেন ঠিক আছে কিন্তু Realtek HD Audio Manager টা ইউজ করতে পারবেন না ।

    @kamrul_pc: ভাই, আমার সমস্যা টা ঠিক হইছে। এতদিন ৩২ বিট দিয়ে ইন্সটল দিতাম। কিন্তু ৬৪ বিট দিয়ে দেওয়ার পর এই সমস্যা আর দেখা যাচ্ছে না।আমি Ultimate টাই ইউস করি।
    ধন্যবাদ আপনাদের।