Epson LQ 300+ প্রিন্টার Win 7-এ কাজ করছে না কি করা যায়??

  • Epson LQ 300+ প্রিন্টার Win 7-এ কাজ করছে না কি করা যায়??
  • আমার একটি Epson LQ 300+ প্রিন্টার আছে, win xp-তে প্রিন্টারটি তে ভাল কাজ করেছিল, Win 7 install করার পর এই সমস্যা টা শুরু হল। প্রিন্টারটি Win 7-এ কাজ করছে না। প্রিন্টাটি শো করছে কিন্তু কাজ করছে না। কি করা যায়? আমার প্রথম টিউন ভুল হলে ক্ষমা করে দিবেন।

Level 0

আমি মুহাম্মদ শাহজাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বলারমত কিছুই নাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনি সম্ভবত সিডি থেকে ড্রাইভার ইনস্টল করেছেন। যদি সে রকম করে থাকেন তাহলে সিডি থেকে ইন্সটল করা ড্রাইভার/সফটওয়ারটি আনইনস্টল করুন। সিডি টা বের করে ফেলুন। সবশেষে প্রিন্টারটি অন অবস্থায় আপনি পিসিটি রিস্টার্ট দিন। পরবর্তী রিস্টার্টে আপনার ড্রাইভার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং আপনি প্রিন্ট করতে পারবেন। ধন্যবাদ।

@kamrul ভাই ধন্যবাদ, দেখিতো আপনার টিপসটি কাজ করে কি না।