টরেন্ট ডাউনলোড নিয়ে সাহায্য চাই!! প্লিজ কেউ সাহায্য করুন!!!

আসসালামুআলাইকুম!! আমি U টরেন্ট ব্যবহার করি,গত কিছুদিন ধরে ডাউনলোড করতে গেলে একটার বেশি ডাউনলোড করা যাচ্ছে না। ধরুন, কিউবক্সে ৪/৫ টা ডাউনলোড দেয়া আছে কিন্তু ডাউনলোড হচ্ছে একটা। ওইটা যদি বন্ধ করে দেই তাইলে আবার কারেকটা ডাউনলোড শুরু হয়। অন্যগুলোর স্টাটাস Queued দেখায়!! এই রকম আগে হত না। সব গুলোর সিড/পিয়ার ঠিকই আছে কিন্তু ডাউনলোড একটার বেশি টানতে পারছেনা।কেবলমাত্র একটাই একটিভ থাকছে।
আমি এখন কি করতে পারি??

Level 0

আমি sajibmazhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Options > Preference > Queueing > Maximum number of active torrents (Upload or Download) = 8/10 করে দিন এবং Maximum number of active downloads 5 করে দিন ।

ধন্যবাদ ।

    @কম্পিউটার লাভার: ধন্যবাদ ভাই,কাজ হইছে।ভাই আরেকটা সমস্যা, সেটা হলো আমি 256kbps এর ব্রডব্যান্ড এর লাইন ইউস করি।আমার ডাউনলোড স্পিড গড়ে 35-40kbps পাই।টরেন্টে ডাউনলোড দিলে টোটাল ডাউনলোড speed একই থাকে। ধরেন ৩ টা ডাউনলোড দিলাম, ৩টা তেই ১০kbpsকরে পাবে, আবার যদি ২টা ডাউনলোড থাকে গড়ে ১৫ kbps করে পাবে। সিড পিয়ার যত বেশিই হোক না কেন এর উপর কখনোও স্পিড যায়না। আমি যতদূর জানি টরেন্টে মূল স্পিড থেকে বেশি পাওয়ার কথা। কি করতে পারি??

      @sajibmazhar: না, আপনি ভুল জানেন । টরেন্ট এ মুল স্পিড থেকে কখনই বেশি পাবেন না । কম পেতে পারেন তবে বেশি না । এটি আপনার ভুল ধারণা । আপনি সাধারণত যে স্পীড পান, টরেন্ট এ সেই স্পীড ই পাবেন । শুধু টরেন্ট এ সুবিধা হলো এটি আজীবন রিজিউম করা যায় । আর টরেন্ট এ প্রায় সব মুভি, গেম, সফটওয়্যার ই পাওয়া যায় ।

      ধন্যবাদ ।

      @sajibmazhar: আপনি crazyhd বা torrentbd থেকে চেষ্টা করে দেখুন