ভাইসব !! একটা পরামর্শ চাই ! অসহায় না হইলে বলতাম না !!

টেকটিউনস এ এইটাই আমার প্রথম পোস্ট, ভুল ভ্রান্তি হইলে সরি ভাই।

ঘটনা হইল কয়দিন আগে এক দোস্তের কাছ থিকা সেকেন্ডহ্যান্ড একটা পিসি পাইছি, কিন্তু  এ.এম.ডি প্রসেসর। আমার আবার ইন্টেল ভাল লাগে। তাছাড়া এই সিস্টেম এ মোটামুটি মানের গেমও খেলতে পারতাছি না, ইন্সটল এর পর রান হয় না। আমি পিসি টা হেভি গ্রাফিক্স ডিজাইন (Adobe Photoshop Extended, Illustrator) এবং টুকটাক ভিডিও এডিটিং ও গেমিং এর জন্য ব্যবহার করব।

বর্তমান কনফিগারেসন এইটাঃ

MSI 760GM-P21(FX)AMD MotherBoard

AMD Sempron 2.8 Ghz 1MB Cache Processor

Twinmos M.Tec 2GB DDR-3 1333 Bus RAM

Seget 320 GB Sata HDD

Samsung S19A100N LED 19" Monitor

Samsung DVD-RW Dual Black SATA

Graphics: ATI Radeon 3000 Graphics

Windows Experience Rating: 3.7

OS: Windows Seven Ultimate 64 Bit

পিসির স্পীড মোটামুটি। এখন ভাইয়েরা দয়া কইরা হেল্পানঃ

  • এই মাদারবোর্ড কি ইন্টেল প্রসেসর সাপোর্ট করবে?
  • মোটামুটি মানের গেম চালানোর জন্য কি করা লাগবে?
  • RAM টা কি 4GB করা দরকার?
ভাইসব এই অধমের এইটুক উপকার কইরেন প্লিজ...

Level 0

আমি তারিক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In three words I can sum up everything I've learned about life : it goes on...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

1. processor jodi mother board er shathe বিল্ট ইন না থাকে এবং ইন্টেল এর পোর্ট (LGA 750, LGA 1150 etc) support kore তবে আপনি প্রসেসর বদলাতে পারবেন।

2. একটি ভাল মানের গ্রাফিকস কার্ড লাগাতে পারেন তাতে আপনি HD গেইম গুলা ভাল মত খেলতে পারবেন।

4. যেহেতু আপনি সেভেন 64 বিট ইউস করেন আপনার তাই আপনার মূল সমস্যা আপনার র‌্যাম এ। আপনি যদি আর 2 জিবি র‌্যাম বাড়াতে পারেন (মোট 4 জিবি) তবে আশা করি আপনার সকল সমস্যার সমাধান হবে। আপনি জদি 4 জিবি র‌্যাম ইউস করেন তবে আমার মনে হয় আপনার প্রসেসর পাল্টাতে হবে না বা গ্রাফিক্স কার্ড ও লাগতে হবে না।

4 জিবি র‌্যামের পরও যদি মনে করেন যে আপনার পিসি স্লো চলছে তবে প্রসেসর ও গ্রাফিক্স কার্ডের কথা ভাবতে পারেন তবে আগে র‌্যামটা একটু বাড়িয়ে দেখতে পারেন।

    Level 0

    @Reaz Ul Islam: রিয়াজ ভাই অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। প্রসেসর বিল্ট ইন না, MSI এর সাইটে বলছে মাদারবোর্ড Compatible with Intel/AMD platform. র‌্যাম তা 4 GB করে নিব ভাবছি। আর একটা কথা গ্রাফিকস কার্ড কোনটা নেয়া যায়? দাম কেমন পরবে?

Level 0

রিয়াজ ভাই অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। প্রসেসর বিল্ট ইন না, MSI এর সাইটে বলছে মাদারবোর্ড Compatible with Intel/AMD platform. র‌্যাম তা 4 GB করে নিব ভাবছি। আর একটা কথা গ্রাফিকস কার্ড কোনটা নেয়া যায়? দাম কেমন পরবে?

ATI Radeon