kaspersky আমাকে কি দেখাচ্ছে আমাকে সাহায্যে করুন

আমার kaspersky Internet sequrity 2010 ১টা লেখা দেখাচ্ছে,লেখাটা আমি বুঝতেছি না,লেখাটা হল

legal software that can be used by criminals for damaging your computer or personal data PDM.Keylogger আর এইটার object দেখাচ্ছে C:\Program files\Vice city game\Bangla-GTA-VC.EXE

Image and video hosting by TinyPic
আমার pc তে কোন keylogger install করা নেই.
দয়া করে আমাকে সাহায্যে করুন.

Level 0

আমি অর্নব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বৃষ্টিতে ভিঝি আগুনে পুড়ি ...........জীবন যেন এক সূতো কাটা ঘুড়ি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সম্ভবত আপনার কম্পিউটারে কি লগার কেউ ইন্সটল করে দিয়ে গেছে।ম্যানুয়েলি ডিলিট করার চেষ্টা করুন বা ইসেট নড ৩২ এন্টিভাইরাস দিয়ে চেষ্টা করুন বা নতুন করে উইন্ডোজ সেটাপ করুন ।তাড়াতাড়ি করুন না হয় সমস্যা হবে।

Level 0

হা আর আপনি কি লগার দ্বারা চালিত হতে পারেন

তবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভাবে সব সেট আপ মানে উইন্ডোস দিয়ে নিন

আর ও বিস্তারিত জানতে নিচের ফ্যান পেইজে যেকোন সময় ঢু মারতে পারেন
http://www.facebook.com/pages/Dhaka-Bangladesh/Computronics/84918604377
তাছাড়া আমরা ত আছিই

ভাই আমি kaspersky antivirus 2010 ব্যবহার করি। অনেক সময় প্রায় গেমেই কিলগার এর কথা বলে।

ম্যানুয়েলি keylogger ডিলিট করবো কিভাবে,দয়া করে যদি বলেন

কি লগারের কারনে অনেক সময় ঝামেলা পোহাতে হয়। অনেকেই মনে করেন যে, কি লগার থাকলে উইন্ডোজ চালাতে গিয়ে মজা পাওয়া যায়। কিন্তু পরবর্তিতে সমসাময়িক সমস্যায় পড়লে বোঝা যায় যে কি লগার ইন্সটল করাটা ভাল নয়। কেসপারিস্কি এন্টিভাইরাস সাধারনত সামান্য একটা ডিফেক্ট দেখলেও বলে যে, বিগ প্রবলেম। তার পরেও মনের ভয় হচ্ছে আসল ভয়। এমতাবস্থায় আপনি উইন্ডোজ এক্সপি (যেহেতু এক্সপি ব্যবহার করেন) সেটাপ দিয়ে নিন। বলা তো যায় না সামান্য কি লগারের জন্য পরবর্তিতে যদি অন্য সমস্যা পোহাতে হয়!!
আপনি যদি সেটাপ দেওয়াটা ভাল না মনে করেন, তবে সিস্টেম রি-স্টোর করে নিতে পারেন। পদ্ধতিটা বলে দিচ্ছি…
প্রথমে, Start > All Programs > Accessories > System Tools > System Restore
সিস্টেম রিস্টোর এ গিয়ে ক্লিক করে সর্বশেষ যে তারিখে আপনি আপনার কম্পিউটারটি ভাল পেয়েছেন ঐ তারিখটা সিলেক্ট করে দিন তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিন দেখবেন কম্পিউটারটি রিষ্টার্ট হয়েছে। ৫/৬ মিনিট অপেক্ষা করুন। আপনার কম্পিউটারটি সিস্টেম রিস্টোর হয়ে যাবে।
তার পরেও সমস্যায় পড়লে আমি তো আছিই 🙂

    Level 0

    আর যদি উনার রিস্টোর অফ থাকে তখন কি বলবেন????????

উইন্ডোস সেট আপ দিয়েছি,তারপরও এই লেখাটা দেখাচ্ছে
এখন আমি কি করব??

    Level 0

    কোন এক্সপার্টকে দেখান

ভাইজান, আপনিই তো এক্সপার্ট দেখানোর সলিউশন দিচ্ছেন। আপনি নিজেই কেন কোন সলিউশন দিচ্ছেন না!!
আর আপনি বলছেন উনার রিস্টোর অফ রাখার ব্যাপারে, সাধারনত সিস্টেম রিস্টোর কেউ বন্ধ রাখেনা। তাই এ ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। যদি কেউ এ রকম সমস্যায় পড়েন তবে আমাকে বলবেন।

আমার সিস্টেম রিস্টোর আমি বন্ধ রাখিনা।আমার pc সব ঠিক আছে,শুধু kaspersky এ কথা বলতেছে.
এখন আমি কি করব??দয়া করে আমাকে সাহায্যে করুন.

আপনি কার্সোর দিয়ে যে ফাইল টা দেখিয়েছেন ….সেখানে রাইট ক্লিক করে ফাইল লোকেশোনে গিয়ে সি ড্রাইভ থেকে ফাইল টা মুছে ফেলুন … হয়তো সমাধান হতেও পারে।