এডব্রাইট থেকে টাকা উত্তোলনঃ সাহায্য চাই

আমি ইতোপূর্বে আমার সাইটের জন্য এডসেন্স থেকে টাকা উঠিয়েছি। আইএফআইসি ব্যাঙ্ক মতিঝিল শাখা থেকে। খুবই ভাল সার্ভিস পেয়েছিলাম। মাত্র ৫০০ টাকা সার্ভিস চার্জে ৬/৭ ওয়ার্কিং ডে তেই টাকা পেয়ে গিয়েছিলাম।

এখন আমি এডব্রাইট থেকে টাকা উঠানোর ব্যাপারে অভিজ্ঞদের পরামর্শ আশা করছি। চেকেই কি নিরাপদ? কতদিন সময় লাগে? নিয়ম কি সব এডসেন্সের মতোই? চেক আনতে কোন টাকা লাগে কুরিয়ারে বা মেইলে?

যারা টাকা এনেছেন তাদের কাছ থেকে শুনে মনটাকে শান্ত করতে চাচ্ছি।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডব্রাইট পুরাই ফালতু তারপরও যদি টাকা হয়ে থাকে তবে পেপ্যালে আনেন।