সাহায্য চাই : উবুন্টু ১০.০৪ ল্যুসিড

আমি উবুন্টু ১০.৪ ল্যুসিড এর জন্য জিম্প এবং ভালো একটি ডাউনলোড ম্যানেজার এর
খোঁজ করছি। কেউ কি কোন লিংক প্রস্তাব করতে পারেন???

ওয়াইন নিয়ে একটি পূর্ণাঙ্গ টিউন আশা করছি। কিভাবে ওয়াইন ব্যবহার করে উইন্ডোজ এর সব
এপ্লিকেশন লিনাক্সে ব্যাবহার করবো??

বাংলা লিখতেও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন কাল অনেক চেষ্টা করেও ওমিক্রন ল্যাবের
ব্লগে লিখা নির্দেশনা অনুযায়ী অভ্র ইন্সস্টল করতে পারলাম না।

তবে সুখবর হলো গ্রামীণ ফোন ইন্টারনেট মোডেম এত সহজে কনফিগার করা যাবে ভাবতেও পারিনি। সব মিলিয়ে চমৎকার
একটা অপারেটিং সিস্টেম। সব কিছুই সুন্দর করে গোছানো; আগের গুলোর চেয়ে অনেক পরিপাটি।

Level 0

আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. সফটওয়্যার সেন্টারে গিয়ে gimp লিখে সার্চ দিন পেয়ে যাবেন । মোটমাট ১৩ এমবি ডাউনলোড করতে হতে পারে ।
২. ডাউনলোড ম্যানেজার হিসেবে jdownloader ব্যবহার করতে পারেন – পাবেন jdownloader.org এই ঠিকানায় । কামন্ডলাইন ভিত্তিক বস একটা ডাউনলোডার aria2 পাবেন সফটওয়্যার সেন্টারে ।
৩. ওয়াইন নিয়ে বাংলা কোন লেখা আছে কিনা জানি না একটু খোজ করে দেখতে হবে । তবে উবুন্টু সিরিজে ওয়াইন নিয়ে একটি লেখা ঠিক করে রেখেছি ।
৪. অভ্র দিয়ে বাংলা লিখতে এটা দেখতে পারেন – ( jamal919.wordpress.com/2010/04/19/an-old-tutorial-how-to-write-bangla-in-ubuntu-linux-with-avro-phonetic-unijoy-provat/ )
আর যদি ইউনিজয় বা প্রভাতে লিখেন তবে এটা ( http://jamal919.wordpress.com/2010/04/20/writting-bangla-in-ubuntu-unijoy-bijoy-layout-using-ibus/ )

আসলে ৮.০৪ থেকেই ডিভাইস ম্যানেজমেন্ট এতো ভালো করেছে যে উইন্ডোস ব্যবহারকারীদের জন্য কষ্ট হয় 🙂 ড্রাইভার ইন্সটল কর ; হেন কর তেন কর – আর এদিকে দেখেন উবুন্টুতে কোন ঝামেলা নাই 🙂

ভাই উত্তর দেয়ার ক্ষেত্রে আপনার আন্তিরকতা দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ বারবার আবার।