একটি মজার সমস্যায় পড়েছি ! দয়া করে কেউ হেল্প করুন

কয়েকদিন আগে থেকে আমি একটি মজার সমস্যায় পড়েছি।যখনি আমি কম্পিউটার turn off করতে যাই নিচের এরর রিপোর্ট টা আসে।

আবার আমি যখ্ন কম্পিউটার restart করতে যাই তখন নিম্নের এরর রিপোর্ট টা আসে।

এর কারন কি ???? আর আমি এই সমস্যা থেকে কিভাবে রেহাই পেতে পারি কেউ জানলে বলবেন।

উল্লেখ্য যে,আমি বর্তমানে ক্যাস্পারস্কি ইন্টার্নেট সিকিউরিটি ২০১০ লাইসেন্সড ভার্শন ইউস করছি।

Level New

আমি দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

FACEBOOK এ আমিঃ [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কোনভাবে সিস্টেমের ফাইলের হেরপের হয়েছে………নতুন ভাবে ফরমেট দিলে ঠিক হয়ে যাবে
তবে যদি হ্যাকারের পাল্লায় পড়েন তাহলে eset nod32 ব্যবহার করুন
https://www.techtunes.io/internet/tune-id/27183/

    আমি বর্তমানে ক্যাস্পারস্কি ইন্টার্নেট সিকিউরিটি ২০১০ লাইসেন্সড ভার্শন ইউস করছি।তবুও কি আমি হ্যাকারদের পাল্লাই পতে পারি ????

    Level 0

    ক্যাস্পারস্কি ইন্টার্নেট সিকিউরিটি ২০১০ made in heaven না। এটার ব্যপারে আমার চরম বাজে অভিজ্ঞতা আছে। পালটে ফেলুন

    কি অভিজ্ঞতা ???? আর তাহলে কোনটা ইউস করব ????

ভাই রেজিষ্ট্রি এবং গ্রুপ পলিসি নিয়ে ঘাটাঘাটি করলে এই সমস্যা হয়। যদি তাই হয় তবে উইন্ডোজ রিপেয়ার বা নতুন করে সেটাপ করুন। আর যদি মনে করেন আপনি তা করেন নি, তবে আপনি হ্যাকারের পাল্লায় পরেছেন, লাকীএফএম ভাইয়ের পরামর্শ মত কাজ করুন।

একটা আছার মারলে মনে হয় শেষ হবে, যাউকগা আপনার সমস্যার সমাধান হইছে কি ?