কমিপউটারের সকল ফাইল টাইপ চেঞ্জ ফাইল টাইপ EMDAEVA হয়ে গেছে

গত তিন দিন আগে আমার কমিপউটারের সকল ফাইল টাইপ চেঞ্জ হয়ে গেছে। ফাইল টাইপ EMDAEVA ও ফাইল নেম XLS.emdaeva,JPG.emdaeva,.DOC.emdaeva,.PSD.emdaeva হয়ে গেছে। এখন কোন কিছু করতে পারছিনা, ভাইরাস স্কান,ফাইল টাইপ চেঞ্জ করেছি কোন কাজ হচ্ছে না এখন কি করবো কেউ যদি এর সমাধান দিতেন খুব ভাল হবে।

গত তিন দিন আগে আমার কমিপউটারের সকল ফাইল টাইপ চেঞ্জ হয়ে গেছে। ফাইল টাইপ EMDAEVA ও ফাইল নেম XLS.emdaeva,JPG.emdaeva,.DOC.emdaeva,.PSD.emdaeva হয়ে গেছে। এখন কোন কিছু করতে পারছিনা, ভাইরাস স্কান,ফাইল টাইপ চেঞ্জ করেছি কোন কাজ হচ্ছে না এখন কি করবো কেউ যদি এর সমাধান দিতেন খুব ভাল হবে।

Level 2

আমি MD ABUL KALAM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Notun koray windows setup den then ativirus use koren r computarer autorun option bondho koray den

    মেহেদী হাসান ভাই আপনার উপদেশ মত সব কাজি করলাম ফাইল গুলো আগের মতই আছে,

আমার মনে হয় মেহেদি ভাই ঠিক ই বলেছেন ।

ম্যানুয়ালি ফাইল নেম ঠিক করতে Ken Renamer ব্যবহার করতে পারেন
http://myprogramspace.blogspot.com/2008/07/krename-multi-file-rename-tool-v0.html
ব্যবহার করতে সমস্যা হলে ০১৭২২২৮৫৮৬০ নাম্বারে জানাবেন….

আমার উইন্ডোস 7 এ গতকাল থেকে সাইডবারের উপরে আইকন রাখলে ছোট আকারের উইন্ডো স্ক্রীন না দেখিয়ে শুধু টেক্স স্ক্রীন দেখাছে।
সমাধান কি ???

এর আগে ম্যানুয়ালী ফাইল নেম একটা একটা করে ঠিক করছি কিন্তু ফাইল ওপেন হলেও নিচের মত দেখায়।

)EIl] ø-ü2Ee% 뀖K4Jd vRM̧‘ÆAÜýë¶å¶øb»÷ní ¾€‘‰€îRbkL5vøþoÈ _€Ì§YÙºF¢ Ü Ÿ”à þtÏ•¨ Çî_ÿäïñjó ςÈšL p”&kK Ô 7§ÐPl âˆ(ÍY]#ÕO„3 [
lo ßÅüx