পাসওয়ার্ড প্রোটেক্টেড মেমোরিকার্ড কিভাবে খুলবো (পাসওয়ার্ড জানা নেই)!!

undefinedundefinedundefinedundefined
আমার একটা ১ জিবি মেমোরিকার্ড আছে কিন্তু উহা পাসওয়ার্ড দেওয়া। আমার পাসওয়ার্ডটি খেয়াল নেই। এই মেমোরিকার্ডটি কার্ডরিডারে নিয়ে ইউএসবি পোর্ট-এ লাগালে তাহা পিসিতে দেখায় না। আমি আরো টেস্ট করে দেখেছি যে, কোন পাসওয়ার্ড দেওয়া মেমোরিকার্ড পিসিতে সো করেনা। অন্য পিসিতেও দেখেছি একই অবস্থা। এটা নিয়ে অনেক ঘাটা করেছি কিন্তু পারলাম না। তাই আপনাদের কাছে সাহায্য বিভাগে উপস্থাপন করলাম। কেউ যদি জানেন, তাহলে আমাকে অবহিত করবেন।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

symbian model er set gulo te nirdisto ekta hidden folder a mmc password ta paoa jai.aapni google a search koren.

ভাই, গুগুলে সার্চ দিলে কি হবে? পাসওয়ার্ডতো আমার বানান যা আমি ভুলে গিয়েছি।

মেমরি কার্ডে পাসওয়ার্ড দেয়ার কোন সফট আছে?

রুহুল ভাই : বাজারে গিয়ে (যে দোকানে মোবাইল সামগ্রী বিক্রি হয়) খোজ নিয়ে দেখবেন যে, কোন পাসওয়ার্ড রিমুভার ডিভাইস (রিডার) আছে কি না-। যদি পেয়ে যান তাহলে কোন চিন্তা নাই। শুধু পার্সওয়ার্ড রিমুভার ডিভাইসের মধ্যে আপনার পাসওয়ার্ড দেয়া মেমোরিকার্ডটি প্রবেশ করিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত USB পোর্টে লাগিয়ে রাখতে হবে। তার সাধারণ কার্ড রিডার দিয়ে কমপউটারের USB তে লাগিয়ে ফরম্যাট দিলে সমাধান হয়ে যাবে। ভাই আমি কিন্তু গত 06/02/2011 ইং তারিখ একটি 2GB পাসওয়ার্ড প্রোটেক্টেড মেমোরিকার্ড পার্সওয়ার্ড রিমুভ করেছি। আমার উক্ত পার্সওয়ার্ড রিমুভার ডিভাইসটি প্রায় ৩/৪ বছর আগের তাই তাতে কোন নাম লিখা নাই (হয়ত লিখা ছিল কোন কাগজ বসিয়ে- সেটা উঠে গেছে), সে জন্য পার্সওয়ার্ড রিমুভার ডিভাইসটির নাম জানাতে না পেরে আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য যে, পার্সওয়ার্ড রিমুভার ডিভাইসটি আমার ছোট ভাইয়েরি ক্রয় করা। উপকারে আসলে খুশি হব। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকে। আমি এ পদ্ধতিটিও অনেক আগেই ব্যবহার করেছি। কিন্তু কাজ হল না। পার্সওয়ার্ড রিমুভার ডিভাইসটি দিয়ে কিছু মেমোরির পার্সওয়ার্ড রিমুভ করা যায় আবার কিছু মেমোরিতে কাজ করে না (যদিও আমার মেমোরি কার্ড সম্পূর্ন ভাল)।