পিসির হার্ডডিস্ক পার্টিশন ব্রেক করতে চাই (সাহায্য করুন)

আমি আমার পিসির হার্ডডিস্কের পার্টিশন ব্রেক করতে চাচ্ছি। সফ্টওয়্যারও আছে ।কিন্ত আমি হার্ডড্রাইভ ফরম্যাট না করেই পার্টিশন ব্রেক করতে চাচ্ছি। আমার রুমমেট আমাকে বলেছে যে এর ফলে আমার দুই ড্রাইভেরই তথ্য মুছে যাবে অর্থ্যাত ফরম্যাট হয়ে যাবে।
খুলে বলছি, আমি আমার D বা E ড্রাইভের জায়গা কমিয়ে C ড্রাইভের জায়গা বাড়াব।কিন্তু কিভাবে করবো ।কারও জানা থাকলে জানাবেন বা লিংক দিবেন।
আর সবচেয়ে গুরুত্বপূণ হলো যে, আমার দুই ড্রাইভ কি ফরম্যাট দিতে হবে ?
স্ক্রীনশট দিলে আরো ভালো হয়।
এজন্য কোন সফটওয়্যার ভালো তা বললেও ভালো হয়।
দুটো ড্রাইভ কি একই ফরম্যাটের হতে হবে কি?
আর পিসির হার্ডড্রাইভের তিনটি FAT আর দুটি NTFS এগুলো কিভাবে পরিবর্তন করবো?

Level 0

আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am shahadat from RUET. I am so simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি এক্রোনিক্স ইউজ করতে পারেন,
আর FAT থেকে NTFS করতে চাইলে দুই উপায়ে করতে পারেন,
১. কমান্ড প্রম্পট থেকে
আর ২. হল ফরম্যট করার সময়
আর যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন আমার অন লাইন সলুশান পেইজে
ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে পেইজ

ফরমেট না করেও করা যায়, ইউনডস মোডে বসে বসে আরামে করা যায়,মেইল করেন সফট দিতেছি।