ভার্চুয়াল কার্ড সম্পর্কে একটু ক্লিয়ার ধারনা পেতে চাই।

সালাম নিবেন।

অনেক সময় অনলাইনে  ই-কমার্স এর জন্য ই-পেমেন্ট এর প্রয়োজন হয়ে থাকে। আমার মত অনেকের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না থাকার জন্য ভার্চুয়াল কার্ড এর শরণাপন্ন হহতে হয়। তবে আমার ভার্চুয়াল কার্ড এর  অভিজ্ঞতা খুব এ খারাপ।

একদা আমি https://www.bdcard.co.uk এ সাইন ইন করি এবং ৮৫ টাকা হারে ২০ ডলার ও ক্রয় করি (টাকা বিক্যাশ এর মাধ্যমে পেমেন্ট করি)। দুই দিন পর  তাহারা আমার একাউন্ট এ ২০ ডলার যোগ করে দেই। আমি একটা ই-কমার্স সাইটে ১০ ডলার পেমেন্ট করি। এর পর বাকি ১০ ডলার আর খরচ করা সম্ভব হয় না। কারন তাদের সাইটের পলিসি অনুজায়ী মিনিমাম ১০ ডলার রাখতে হবে। আর কি করার, রাখলাম 🙂 পরবর্তিতে সাইট টি'র ডোমেইন -ই ক্যান্সেল দেখতেছি। 🙁

এই হল ইতিহাস। এখন কোন যায়গায় ই-পেমেন্ট এর দরকার হইলে ও এইসব সাইট এর কোন ভরসা পাইনা।

কোন বিশেষজ্ঞ ভাই যদি সমাধান টা দিয়ে দিতে পারেন (কোন সাইট টি ভার্চুয়াল কার্ড এর জন্য ভাল এবং এবং কেন?) তাহলে খুব উপকৃত হইতাম। 🙂

ধন্যবাদ

Level New

আমি মোঃ মোকলেছার রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভার্চুয়াল কার্ড পাওয়া এখন অনেক কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।
এর জন্য অব্যশ্য আমরাই দায়ী।
আগে নেটেলার প্রোভাইড করতো।
কিন্তু এখন তারা করছে না।
যদিও কিছু ট্রিক্স ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন।
ভাই সব শেষে একটা প্রশ্ন আপনার কাছে, আপনার পোষ্টের টাইটেলের সাথে পোষ্টের কোন মিল নাই।
তাই একটু টাইটেলটা ভাল করে বাছায় করে দিবেন।

u can try Q Card Asia . http://qcardasia.com/offer/BN/
its the best one. it also have office in Dhaka. initial cost is 3000 BDT. no load or minimum fees.
can try this..

Payza is also providing plastic card, but its tooooo costly..