টেকটিউনস কতৃপক্ষ, টিউনটি দেখার সময় হবে কি?

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

০.প্রথমেই টেকটিউনস ট্রিনিটি নিয়ে কিছু কথা বলতে চাই। টেকটিউনস ট্রিনিটির রূপ দেখে একেবারে হতাশ হয়েছি।
>>>আমিও হতাশ। বিশেষ করে টিউন বিভাগ খুঁজে না পাওয়ায় ।
১.মোবাইলের ভিউ যথেষ্ট ভাল হলেও,
>>>মোবাইলের ভিউতে কমেন্ট দেখতে পারছি না।
২.এক কথায় পূর্বের ভিউয়ে যে শান্তি পেতাম তার সামান্যতমও নেই।
>>>ঠিক।
৩.অনেক টিউনেই বানানের অবস্থা যাচ্ছেতাই।
>>>ঠিক। বিশেষ করে যারা নিজের ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন করে এবং ১০০-১৫০ টাকা আয়ের টিউন করে।
৪.সবশেষে, আশা করব টেকটিউনস কতৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে এবং একটি সুন্দর টেকটিউনস উপহার দিবে।
>>>আমারও তাই আশা।

    দীর্ঘদিন পর রিপ্লাই, এখন আমার মনে হয়, ০, ১ ও ৪ অনেকটাই সমাধান হয়ে গেছে। দ্বিতীয়টা আংশিক। আর তৃতীয়টার উন্নতি সামান্যই।

আপনার সাথে আমিও একমত! টেকটিউন্স ডেক্সটপ ভার্সন ইউজ করে ডেস্কটপ কোয়ালিটি ফিল করতেই পারি নি, সাথে কেমন জেনো হিজিবিজি ডিভাইজ মনে হয়েছে আমার কাছে। আমি টেকটিউন্স’কে এই বিষয়ে অফিশিয়ালি বলেছিলাম, তারা আশ্বাস দিয়েছে, “এটা কেবল একটা টেস্টিং ভার্সন, এতে আরো উন্নতি আনা হবে!”
হ্যাঁ, টিউন করার সময় অটো সেভ ফাংশন থাকা প্রয়োজনীয়, যেহেতু টেকটিউন্স কাস্টম ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, স্টক ওয়ার্ডপ্রেসে এই অপশন থাকলেও টেকটিউন্স এখনো সেটা তাদের ভার্সনে যুক্ত করে নি, আশা করা যায় শীঘ্রই তারা এই পরিবর্তন গুলো আনবেন। মোবাইল থেকে টিউন করার ক্ষেত্রে ড্যাশবোর্ড পরিবর্তন করা প্রয়োজনীয়।

আর হ্যাঁ, অবশ্যই মডারেশন আরো টাইট করা প্রয়োজনীয়, অন্তত এতে কোয়ালিটি টিউন বৃদ্ধি পাবে, যদিও কয়েক মাস আগের মতো যা ইচ্ছা তাই টিউন কমেছে, কিন্তু আরো কনট্রোলে আনতে হবে!

    আপনার সাথে একমত বোরহান ভাই। রুলস আরো কঠিন করা উচিত। তাহলে প্রথম অবস্থায় মনে হবে টিউন কমে গেছে আসে এতে খারাপ বা যে টিউনগুলো মানসম্মত নয় সেগুলো আর থাকবে না। বদলে দিনে অল্প হলেও ইউজার রা ভাল টিউন পাবে। আশা করছি টেকটিউনস এই বিষয়টি দেখবে।

    কোয়ালিটি টিউনের বড্ড অভাব।