Ubuntu 11.04 এ Zoom ultra modem install দিতে চাই সাহায্য করেন………

আমি আমার লিনাক্স উবুন্টু তে জুম এর মডেম ইন্সটল দিতে চাই। এ ব্যাপারে ubuntu 10.04 (lucid lynx) এর একটি বাঙলা সহায়িকা পেয়েছিলাম কিন্তু ওখানে মডেম ইন্সটল এর সময় ধাপ - ২ উল্লেখ করে ওখানে লেখা আছে যে "Usb-Modeswitch & wvdial সেটআপ দিন"।

আমি এই ২ টা কোথায় পাবো? এই process ছাড়া কোন কিছু ডাউনলোড করা ছাড়া কি মডেম টা সেটআপ দেয়া সম্ভব নয়?

কোন সহজ উপায় থাকলে আমাকে সাহায্য করেন...... কারন আমার পিসি তে যদি ব্রডব্যান্ড ই নিয়ে তারপর জুম সেটআপ দেয়া লাগে তাহলে র লাভ কি হল?

দয়া করে টেঁকি ভাইজানেরা হেল্পান............

modem details:

ZTE AC682...

Level 0

আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স মিন্ট ব্যবহার করলে সহজেই পেয়ে যেত। একটা কাজ করেন। পারলে লিনাক্স মিন্ট ইন্সটল করেন। ওইটায় মডেম লাগালে অটো মডেম পেয়ে যায়। তারপর নেটওয়ার্ক > মোবাইল ব্রডব্যান্ড > জুম মডেম > [জুম এর ডায়াল আপ নাম্বার দিন] অথবা বাংলাদেশ সিলেক্ট করে সিটিসেল দিন > কানেক্ট।

না বুঝলে এখানে দেখুন http://citycellmodemtroubleshoot.blogspot.com/2011/02/installation-of-zte-ac682-modem-in.html লিনাক্স মিন্ট আপনার জন্যে ভালো হত কারণ যে প্যাকেজের কথা বলছেন সেগুলা মিন্টে দেওয়াই আছে।