আপনার সার্ভিস সমূহ অনলাইনকে কিভাবে প্রচার করবেন?

আপনি যখন নিজের বিজনেসটি সেটআপ করে ফেলবেন এরপর আপনার পরবর্তী পদক্ষেপ হচ্ছে তার পাবলিসিটি বা প্রচার করা।আপনার ক্লায়েন্টরা যদি ইন্টারনেট এর সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আপনি ক্লায়েন্টের জন্য বিভিন্ন সোস্যাল মিডিয়া যেমন- ফেসবুক, টুইটার, লিংকড-ইন ইত্যাদি ব্যবহার করতে পারেন।লিংকড-ইন পেশাদার কর্মীদের একটি বিশাল নেটওয়ার্ক আর সেখানে আপনি ঠিকই আপনার সার্ভিসের জন্য গ্রাহক পাবেন।

কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট আসবে গুগল সার্চ থেকে সেজন্য আপনাকে আপনার কাজের বিষয়ক একটি ব্লগ লিখতে হবে।এ বিষয়ে আমি এখন একটা কার্যকর উদাহরণ দেখাবো, আমি যখন আমার প্রথম ফ্রিল্যান্স বিজনেস শুরু করি  আমি তখন ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন সার্ভিস চালু করি। এরপর এ বিষয়ে আমি কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করি আর সেগুলো ইউটিউবে আপলোড করি। আমি সেই একই ভিডিও গুলো আমার ব্লগেও পোস্ট করি আর তাতে আমার ব্লগে ভিজিটর আসতে শুরু করে। যখন তারা দেখলো এ ক্ষেত্রে আমি একজন এক্সপার্ট তখন তারা আমার সাথে যোগাযোগ করে এবং কাজের প্রস্তাব দেয়।

ইন্টারনেটে ফ্রি কনটেন্ট এর চেয়ে বেশি কার্যকর আর কোন কিছুই নেই; দেখুন আমি টেকটিউন্স এ ব্লগিং করছি। আর আপনি আমার পরামর্শ এজন্যেই নিচ্ছেন কারণ আপনি আগেও আমার কাছ থেকে টিপস নিয়ে উপকৃত হয়েছেন আর এজন্যেই আপনি ভবিষ্যতেও এখানে আসবেন আর আমার লেখা পড়বেন।

এছাড়াও আপনি স্থানীয় ক্লায়েন্টও খুঁজে দেখতে পারেন। আপনি যদি আশেপাশের কোন সেমিনারে যান তাহলে আপনি অনেক নতুন মানুষদের সাথে পরিচিত হবেন, আপনি তাদেরকে আপনার সার্ভিসগুলোর ব্যাপারে জানাতে একটুও দ্বিধাবোধ করবেন না।ইদানিং সকলেই চান তার নিজের ওয়েবসাইট বা ব্লগ হোক। এ সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে।তাই শুরু করে দিন প্রচার!

একটি সুন্দর মন্তব্য করতে ভুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরো ভালো লেগে থাকলে শেয়ার করুন আর প্রিয় টিউন করুন। এতে করে আমি অনুপ্রানিত হব এবং এব্যাপারে আরো বিস্তারিত লিখবো।

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Brother many thanks for the useful post.. i want to create a blog with wordpress i know 3 gb space they offer for free blogging..and if i use vedio tutoreal into my blog and the space free condition how effect can u view me.. any suggession ??

মিঃ নাইম,
আপনি আপনার ব্লগস্পট এর ব্লগটির জন্য টেকটিউন্স এ একটি পোস্ট দিতে পারেন এবং অনলাইনে প্রচারের জন্য ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট গুলতে প্রচার করতে পারেন।