ব্লগস্পট সাইটে ফ্রী কাস্টম ডোমেইন যোগ করতে পারেন

এই পদ্ধতি প্রয়োগ করে Godaddy,  Namesilo, Namecheap, 1and1 সহ অন্যান্য যেকোন সাইট থেকে ডোমেইন কিনে ব্লগস্পটে লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাইটের নাম something.blogspot.com এর বদলে something.com হবে।

এছাড়া freenom থেকে ফ্রী কোন ডোমেইন যেমনঃ.tk, .ga ইত্যাদিও লাগাতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন-

1. blogger এর ড্যাশবোর্ড এ যান

2. এরপর সেখান থেকে 'Setting' এ যান। খুঁজে পাবেন নিচের দিকে। এরপর setting এ গিয়ে 'basic' নামে একটা অপশন দেখতে পাবেন প্রথমেই। সেখানে প্রবেশ করুন।

3. "Blog address" এর পাশে  'edit' লেখা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটার উপর ক্লিক করুন।

4. এরপর  'third party domain' এ যান।

5. এবার ডোমেইনের নাম লিখুন।  write your registered domain


ডোমেইন নেম সার্ভার বা, DNS ঠিক করতে হবে

6. কাজ শেষ না, এখন আপনাকে ওরা সাজেস্ট করছে দুইটা জিনিস দেয়ার জন্য। এই দুইটা হচ্ছে Host/Cname.  একটা Name- www এর জন্য ghs.google.com এবং আরেকটা  vsdvdvdvdv(যেকোন কিছু হতে পারে) এর জন্য  point to / Target এ shebbeb(যেকোন কিছু)। save দিন, কাজ শেষ।

৭. আরেকটা কাজ করতে হবে। এর আগে Cname/Host দিয়েছেন। এবার চারটা A ইনপুট দিতে হবে। এখানে Hostname এ @ দিবেন অথবা খালি রাখবেন। আর Target/point to/Address/Value এর জায়গায় দিবেন 216.239.32.21.

৮. বাকি সবকিছু প্রথমটার মত দ্বিতীয়টাতে 216.239.34.21, তৃতীয়টাতে 216.239.36.21 এবং চতুর্থটাতে 216.239.32.21

এছাড়া বাংলাদেশী সাইট থেকেও ফ্রী সাবডোমেইন পাওয়া যায়
লেখক ডট ক্লাব নামে একটা বাংলা সাইটে ফ্রিতে সাবডোমেইন দিচ্ছে। আপনি চাইলে সেখান থেকেও ফ্রী সাবডোমেইন নিয়ে আপনার ব্লগস্পট সাইটে যোগ করতে পারেন। A ইনিপুট ঠিকঠাকমত না দিলে আপনার কাস্টম ডোমেইন ভিজিট করার সময় সমস্যা হতে পারে। একটি ডোমেইন যোগ হতে ২৪ ঘন্টাও সময় লাগতে পারে। সেটিং এ সবকিছু ঠিকঠাকমত করার পরেও ২৪ ঘন্টা অপেক্ষা করবেন। তবে, সাধারণত ১ ঘন্টার মধ্যে ডোমেইন যোগ হয়ে যায়। গুগলের পলিসি অনুযায়ী আপনার ডোমেইনের নাম যাই হোক না কেন, সেজন্য আপনার সাইটের এস ই ও এর ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না। তারপরও কাস্টোম ডোমেইন থাকলে ব্লগকে আরো বেশী Authentic লাগে, এই আর কি।

এখন কথা হচ্ছে, আপনার প্রথমবারে সমস্যা হতেও পারে। ভিডিও দেয়ার ইচ্ছা ছিল, সেটা পরে দেয়া যাবে, এখন সমস্যা হলে টিউমেন্ট করুন, সমাধান দেয়া হবে।

Level 0

আমি সাবিলা নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 28 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস