এইচটিএমএল ফরম এন্ট্রি (HTML Forms) কি দেখে নিন।

আজকে আমরা জানবো এইচটিএমএল ফর্ম কি এবং এর ব্যবহার সম্পর্কে। সাধারনত কোন ব্যক্তির কাছ থেকে তথ্য গ্রহণ (ইনপুট) করতে এইচটিএমএল ফর্ম ব্যবহৃত হয়। যা <form> — দ্বারা বোঝানো হয়। যেমনঃ


<form>
.
form elements
.
</form>


 

এইচটিএমএল ফর্ম এর মধ্যে ফর্ম এলিমেন্ট থাকে। তথ্য ইনপুট দেয়ার জন্য বিভিন্ন ধরনের ফর্ম এলিমেন্ট ব্যবহৃত হতে পারে যেমন চেকবক্স, রেডিও বাটন, সাবমিট বাটন ইত্যাদি।

 

টেক্সট ইনপুট

সাধারন তথ্য গ্রহণ করতে টেক্সট ইনপুট ব্যবহৃত হয়।


 <form>
 First name:<br>
 <input type="text" name="firstname">
 <br>
 Last name:<br>
 <input type="text" name="lastname">
 </form>

 

 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


First name:Last name:

নোটঃ ফর্ম নিজে নেজেই প্রদর্শিত হতে পারে না। ডিফল্ট টেক্সট ফিল্ড এর প্রসস্থতা হচ্ছে ২০ বর্ণ।

 

চেকবক্স

চেকবক্স ব্যবহৃত হয় যখন একের অধিক অপশন বাছাই করতে বলা হয়।

 

রেডিও বাটন

<input type=”radio”> রেডিও বাটনকে সঙ্গায়িত করে

রেডিও বাটন ব্যবহৃত হয় যখন একের অধিক অপশন থেকে একটি অপশন বাছাই করতে বলা হয়। লিঙ্গ নির্বাচন করতে রেডিও বাটন ব্যবহৃত হয়। যেমনঃ


<form>
 <input type="radio" name="sex" value="male" checked>Male
 <br>
 <input type="radio" name="sex" value="female">Female
 </form>

 

 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


Male
Female

 

সাবমিট বাটন

ফরম পূরণ শেষে ফরম সাবমিট করতে সাবমিট বাটন ব্যবহৃত হয়।

যেমনঃ


<form action="action_page.php">
 First name:<br>
 <input type="text" name="firstname" value="Masud">
 <br>
 Last name:<br>
 <input type="text" name="lastname" value="Rana">
 <br><br>
 <input type="submit" value="Submit">
 </form>

 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


First name:Last name:

আপনি যদি “Submit” বাটন এ ক্লিক করেন তাহলে এই ফর্ম এর ডাটা “action_page.php”.পেজ এ পাঠিয়ে দেবে।

একটু লক্ষ্য করলে দেখবো যে উপরের কোডটি লেখার সময় আমরা <form action=”action_page.php”> লিখেছি। এটি লেখা হয়েছে ফরমটা কোথায় সাবমিট হবে তা বুঝিয়ে। এটাকে Attribute বলা হয়।

Level 1

আমি ফারুকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন টিউন।