HTML কি? কেন সিখবেন? এটি কি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?

HTML এর মিনিং হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল,  (Hyper Text Markup Language) এই লাইঙ্গুয়েজ হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয় ব্লে একে মার্ক আপ বা হাইপার টেক্সট মার্কাআপ লাঙ্গেয়েজ বলে।

আসলে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন.html অথবা.htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান। HTML5 এ ওয়েবসাইটে অডিও, ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

ওয়েবপেজ মূলত দুই ধরনের হয়। স্টাটিক ওয়েবপেজ এবং ডায়নামিক ওয়েবপেজ। HTML ও CSS স্টাটিক ওয়েবপেজ বানানো হয়। ডায়নামিক ওয়েবপেজ বানাতে এগুলোর সাথে পিএইচপি,  জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়।

কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিহ্নসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয়। এগুলোকে ট্যাগ বলে।

এইচটিএমএল ট্যাগ গুলো Element name আর angle bracket (<>) দিয়ে তৈরি। প্রতিটি ভাষা লেখার জন্য নির্দিষ্ট নিয়ম থাকে। এই নিয়ম বা ধরনকেই syntax বলে। এইচটিএমএল ট্যাগগুলো লেখার জন্যও নির্দিষ্ট সিন্ট্যাক্স আছে। এভাবে না লিখলে ব্রাউজার ট্যাগ অনুযায়ী কন্টেন্ট দেখাতে সমর্থ্য হবে না।

HTML tag এর syntax হলো-

 

<tagname>content goes here.</tagname>
এইভাবে এইচটিএমএল কোডিং লিখতে হয়। 

চাইলে আমার ব্লগার সাইট ভিজিট করতে পারেন।
ধন্যবাদ।

Level 0

আমি মো নূর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস