সরকারী ছুটিসহ ২০১২ সালের ক্যালেন্ডার নিয়ে নিন আপনার মোবাইলে!

বাংলাদেশের সরকারী ছুটির জন্য ঘরের কোনায় আলাদা করে ক্যালেন্ডার টাঙ্গিয়ে রাখি সবাই! ডিজিটাল যুগে কি আর সেটা চলে? নেটে বাংলা ছুটি সম্বলিত ক্যালেন্ডার না পেয়ে শেষ-মেস নিজেই বানাতে বসে গেলাম! 😀

গুগল ক্যালেন্ডারে বানিয়েছি, অনলাইণ অফলাইন দুটো ভার্সনই দিয়ে দিচ্ছি, যার সেটা লাগে নিয়ে নিন!

যারা গুগল ক্যালেন্ডার ব্যবহার করেন, তারা বিনা ঝামেলায় এখানে গিয়ে     

এ ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন!


পিসির জন্য

যার আউটলুকে ক্যালেন্ডারটি ব্যবহার করতে চান নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৭ কিলোবাইট!
বাংলা ফন্টে লেখা ক্যালেন্ডারঃ

ডাউনলোড করতে ক্লিক করুন

ইংরেজী ফন্টের ক্যালেন্ডারঃ

ডাউনলোড করতে ক্লিক করুন

মোবাইলের জন্য

উপরের ক্যালেন্ডারগুলো পিসিতে ডাউনলোড করে ব্লুটুথের মাধ্যমে মোবাইলে সেন্ড করলেও চলে। তবে যারা অত ঝামেলায় যেতে চাননা তারা মোবাইল ব্রাউজার (যেমন অপেরা মিনি) দিয়ে সরাসরি মোবাইলে ডাউনলোড করে সেভ করে নিন।

ডাউনলোড করতে ক্লিক করুন

মেনুয়াল লিংক- http://qfs.mobi/f78032

যাদের বাংলা সাপোর্ট করেনা দুঃখ পাবার কিছু নেই। ইংরেজী ফন্টে নিয়ে নিন এখান থেকে 😀

ডাউনলোড করতে ক্লিক করুন

মেনুয়াল লিংক- http://qfs.mobi/f78034

ভাল থাকুন, সুস্থ থাকুন।
-- নেট মাস্টার

Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধামাকা টিউন মাস্টার ভাই! খুব কাজের জিনিষ বানিয়েছেন! মোবাইলে সরকারী ছুটির ক্যালেন্ডার, জোস! কাজের এবং দরকারী!

কাজের জিনিষ!

নেট মাস্টার ভাই, শুনলাম আপনি মোবাইলের জন্য সফটয়ার তৈরী করতে পারেন যার কারনে মন্তব্য করলাম তা হলঃ
মোবাইলে ব্যবহারের জন্য আধুনিক পদ্ধতিতে বয়স বাহির করার একটা সফটয়ার তৈরীর জন্য। করবেন কী?
আধুনিক পদ্ধতি হলঃ
বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে জন্ম মাস যতদিনের ঠিক ততদিন যোগ করে তার থেকে জন্ম তারিখের দিনটি বিয়োগ দিতে হয়।
যেমন কারো জন্ম যদি 25/02/1976 তারিখে হয় তাহলে, 18/11/2009 তারিখে তার সঠিক বয়স হবে
৩৩ বছর ৮ মাস ২৩ দিন। এ ক্ষেত্রে ২৩ দিন হওয়ার যুক্তি হলো, যেহেতু তার জন্ম তারিখ ২৫ ফেব্রুয়ারী সেহেতু ১৮ এর সাথে ২৯ যোগ করে (কারণ ১৯৭৬ লীপ ইয়ার) তার থেকে ১৮ বিয়োগ করে সবশেষে প্রাপ্ত দিনের সাথে জন্মদিন যোগ করা হয়েছে (১৮+২৯=৪৭, ৪৭-২৫=২২, ২২+১=২৩)।
আশা করি নৈরাশ করবেন না।

বেশ অনেক দিন পর দেখলাম আপনাকে লিখতে… বেশ ভালো বিষয়ে লিখেছেন। মোবাইলে নিয়ে নিলাম। ধন্যবাদ। :mrgreen:

ভাই খুব কাজের একটা জিনিস দিলেন। ধন্যবাদ

সুপার্ব! 😀

সুন্দর হয়ছে

পিসির জন্য যেটা সেটা ওপেন হই কিসে?

Level 0

ধন্যবাদ

মোবাইলের জন্য যে ফাইলটা বানাইছেন, সেইটা মুইছা দেয়া হইছে!! দেখেন একটু কষ্ট করে

ওভারল নাইস ওয়ার্ক, অসাধারন টিউন