নেট কানেকশন ছাড়াই অফলাইনে পড়ুন আপনার পছন্দের লেখাগুলো…

বিষয়টা নিয়ে অনেক দিন থেকেই ভাবছিলাম।

আমার মত যারা নিয়মিত নেটে ঘুরাঘুরি করেন, নেটে বসে প্রয়োজনীয় কাজটুকু দ্রুত সেরে নিতে চান কিংবা যারা বিভিন্ন ব্লগ এবং ফোরামগুলোর সাইটে দিনে অন্তত একবার না-গেলে পেটের ভাতই ঠিকঠাকভাবে হজম হয় না, কিন্তু অনেক সময়ই ঐসকল সাইটে কোনও একজনের ভাল, কারও-কারও কাছে খুবই প্রয়োজনীয় কোনও টপিক কিংবা আর্টিকেল পেলে সময়ের অভাবে সেই সময় পড়া হয়ে উঠে না, আবার না-পড়ে উঠে গেলে পরে আবার মনের ভেতর একটা খুঁতখুঁতে ভাব কাজ করে- তাদের সবাইকেই বলছি, এই লেখাটি পড়ার পর আশা করি এই সমস্যাটি থেকে অনেকটাই মুক্তি পাবেন। আর যারা লিমিটেড নেট ব্যবহার করেন তাদের তো কাজে আসবে নি:সন্দেহে !

বিষয়টা আরেকটু পরিস্কার করে বলি- ধরুন আপনি একটা ব্লগ, ফোরাম কিংবা যে কোনও একটা ওয়েবসাইটে ঢুকলেন। সেই সাইটের একটা আর্টিকেল কিংবা পেজ আপনার খুব ভাল লাগল। ভবিষ্যতেও হয়ত এটা অপনার কাজে লাগতে পারে। কিন্তু লেখাটা কিংবা পেজটা অনেকটা বড়; কিংবা আপনি এমন একটা সময়ে সেই সাইটে ঢুকে লেখাটার উপর নজর পড়ল সেই সময় হয়ত পড়ার মত হাতে খুব একটা সময় নেই কিংবা সেই সময়ে হঠাৎ করে কোনও জরুরী কাজ পড়ে গেল, কিন্তু সেই মুহুর্তে লেখাটা ছেড়ে উঠতেও মন চাইছে না, আবার না-উঠেও উপায় নেই, তখন কি করেন?

নিশ্চয়ই একরাশ বিরক্তি নিয়ে সেই ওয়েবপেজটা ক্লোজ করে নেট থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজটুকু সেরে আবারও নেটে বসে সেই ওয়েবপেজটা খুঁজে বের করে তারপর পড়তে শুরু করেন। এটা না-করলেও বড়জোড় যা-করেন- পেজটাকে বুকমার্ক করে রেখে দিয়ে পরে নেট কানেকশন দিয়ে আবারও সেই পেজটাতে যান। এটা তো রীতিমত বিরক্তিকর একটা ব্যাপার!

এক্ষেত্রে যাদের ধৈর্য্য আছে তাদের কথা বাদ দিলেও যারা লিমিটেড নেট ব্যবহার করেন তাদের বেলায়, আমার মনে হয়, এসব যুক্তি খুব একটা খাটবে না। তাহলে উপায়?

এ সকল সমস্যার সমাধানের জন্য ব্রাউজারে একটা অ্যাড-অনস ব্যবহার করতে পারেন। কাজে আসবে নি:সন্দেহে। এ ব্যাপারে আমি নিশ্চিত। এরকম একটা জিনিসই অনেক দিন ধরে খুঁজছিলাম, এটা নিয়ে নেটে অনেক ঘটাঘাটিও করেছি,  কিন্তু যে সব সমাধান পেয়েছি তাতে খুব একটা আরাম পাই নি।

বর্তমানে এই Read it Later অ্যাড-অনসটা ব্যবহার করে এটাতে অনেক স্বস্তিবোধ করছি। আশা করছি অপনাদেরও ভাল লাগবে।

প্রথমে এখান থেকে অ্যাড-অনসটি  ব্রাউজারে অ্যাড করে নিন। অ্যাড হয়ে গেলে ব্রাউজারটি একবার রিস্টার্ট দিন। তারপর দেখুন ব্রাউজারে কি পরিবর্তন এসেছে । স্ক্রিনশটটি দেখুন-


  • ১. ব্রাউজার রিস্টার্ট করার পর এখানে ক্লিক করে অ্যাড-অনসটি খুলুন।
  • ২.  এখানে ক্লিক করে প্রথমে আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন। মাত্র এক মিনিটের ব্যাপার-স্যাপার!
  • ৩. এখানে ক্লিক করে অ্যাড-অনসটির সেটিং ঠিক করে নিন।
  • ৪. এরপর  নেটে থাকা অবস্থায় যখন কোনও পেজ বা লেখা আপনার ভাল লাগবে তখন এখানে ক্লিক করে এটা Read it Later-এ সেভ করে নিন। পরে এটা ওপেন করলেই আপনার সিলেক্ট করা পেজটি দেখতে পারবেন।
  • ৫. এখানে ক্লিক করে Reading List টা সিলেক্ট করে রাখুন। তবে এটা প্রাথমিক অবস্থায় ডিফল্টই থাকে।
  • ৬. পেজের সংখ্যা বেশি হয়ে গেলে এখান থেকে সহজে সার্চ করে বের করতে পারবেন।

এবার কয়েকটি পেজ Read It Later-এ সেভ করে নিন। ইচ্ছে করলে শুরু করতে পারেন এ পেজটি দিয়েই। তারপর নেট কানেকশনসহ ব্রাউজার বন্ধ করে পুন:রায় ব্রাউজারটি চালু করুন। এরপর Read It Later ওপেন করে আরামসে আপনার প্রিয় পেজটি বা লেখাটি পড়তে থাকুন।

এটিকে আপনি আপনার প্রিয় পেজ কিংবা পোস্টের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন, তাও আবার অফলাইনে!!!

এছাড়াও সেভ করা পেজটির শিরোনাম ঠিকঠাক করা এবং ফেসবুক, টুইটারসহ বেশ কিছু ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন।

আর হ্যাঁ, আরেকটি কথা- এটিকে বেশ কিছু মোবাইলফোনেও ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে কথা হবে অন্য দিন। আজ এখানেই ইতি।

বি.দ্র: লেখাটি পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন ।আমার কাজে দিবে ।ধন্যবাদ ।

সুন্দর !

ভাই অ্যাড-অনসটি অ্যাড করতে পারি না !!! ……………… হেল্প মি……plz.

Level 0

টিউনটি পোরে খুব ভাল লাগলো
এমন যদি হয় তাহলেতো আমার মতো লিমিটেড জিপি ইউজারদের জন্য সোনায় সোহাগা।
এত সুন্দর একটি টিউন উপহার দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    @netinfobd: অবশ্যই ভাই। লিমিটেড নেট ব্যবহার করলে আপনার কাজে আসবে নি:সন্দেহে। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

সুন্দর টিউন । তবে ভাই আমি ডু পিডিএফ ব্যবহার করি ।

Level 0

নিত্যদিনে ব্যবহারের জন্য খুব কাজের একটা টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য।