আসুন দেশের জন্যে সামান্য কৃতিত্ব রাখার চেষ্টা করি।

প্রিয় টিটি ভাইয়েরা আসসালামুয়ালাইকুম ।কেমন আছেন আপনারা আশা করি ভালই আছেন,আপ্নাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্‌ আমিও ভাল আছি। এবার কাজের কথায় আসি,আমাদের কারর-ই অজানা নেই  যে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশ। আমরা আমাদের এই দেশ কে অনেক ভালবাসি ।
সেই ভালবাসার নিদর্শন স্বরূপ আমরা সবাই মিলে চাইবো যে,আসছে আগামি ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস,গুগলের ডুডল সাজুক আমাদের বিজয় দিবসে ।কি বলেন আপনি কি চান না যে ডুডল সাজুক আমাদের বিজয় দিবসে,অবশ্যই যদি চান তাহলে নিচের দেয়া ইমেল আইডিতে ইমেল করি ,আর আমার দেশ কে তুলে ধরি বিশ্বের কাছে।

আরেকটা অনুরোধ আপনি পারলে আপনার বন্ধু বান্ধব কে জানিয়ে দেবেন ।দেশের জন্য একটু কষ্ট করি কি বলেন ।

[email protected]

সাবজেক্ট এ লিখুন Request Google Doodle for 16 December - Victory Day of Bangladesh

ডেসক্রিপশন -এ লিখুন

Dear Sir / Madam,

Please give a Doodle for 16 December - Victory Day of Bangladesh.

Thanks
Your Name (আপনার পুরো নাম)

A Proud Citizen of Bangladesh.

সাথে নিচের ছবিটি  এটাচ  করে পাঠিয়ে দিন ।

 

 

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ডিজাইন Ai ফাইলে জমা দিতে হবে।

সবার একএে এগিয়ে আসা উচিত

Level New

ভাইয়া আমি আপনাদের নিরুৎসাহিত করতে চাইছি না। শুধু বলব গুগল এর টার্ম অনুযায়ী ওরা কোনদিন এইটা করবে না। আশা ছিল ২১শে ফেব্রুয়ারীতে একটা ডুডল পাবো কারন সেটা আন্তর্জাতিক ভাষা দিবস ছিল , ওইটা নিয়ে অনেক চেষ্টা হয়েছিল কিন্তু ওরা ওইটাকে আপ্রুভ করে নাই । ১৬ই ডিসেম্বর যে করবে না সেইটা বোঝাই যায় । আশা করি আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করবেন ।

Ahoto holam tobuo mail korlam….

কিছুই করার নাই, বাংলাদেশের কোন ডুডল মনে হয় গুগল তার হোমপেজ লাগাইবেন না 🙁

Level 0

I think Google changes its banner due to any international or Global issue but not any local or regional issue. So I cannot dare to follow Ur proposal. Sorry.