সফটওয়ার ছাড়া তৈরি করুন Text/Image এর Gif ফাইল (কাজের টিউন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব/ব্লগ সাইটে দেখতে পাই যে লেখার কিছু Gif ফাইল যেমন লেখা থেকে আগুন বাহির হইতেছে আবার অনেক লেখা দেখি লেখার মধ্যে বিভিন্ন কালার ঝিকিমিকি করে, আবার কিছু ব্লগ/ওয়েব সাইটে দেখতে পাই যে ছবির একটার পর একটা এনিমেশন হয়। মাঝে মাঝে চিন্তা করতাম এটা কিভাবে করা যায়, হঠ্যা একটি ওয়েব সাইট পেয়ে গেলাম যেখানে সুন্দর সুন্দর লেখার/ছবির Gif ফাইল তৈরি করা যায় এবং ব্লগ/ওয়েব সাইটে ও দেওয়া যায়।

তাহলে চলুন এই লেখার Gif ফাইল কিভাবে তৈরি করতে হয় সফটওয়ার ছাড়া তার নিয়ম শিখে নিই।

প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি পেইজ আসবে।

এবার Image Text বক্স যে লেখাকে এনিমেশন করতে চান সে লেখাটা লিখুন আমি টেকটিউনস লিখলাম। আপনারা যে কোন লেখা লিখতে পারেন।

এবার Image Text বক্স লেখার পর Align বক্স থেকে পজিশন, Font Size থেকে Font size সিলেক্ট করুন এবং Broder থেকে বর্ডার সিলেক্ট করুন।

তারপর Make gilitter ক্লিক করুন তাহলে নিচের মত একটি বক্স আসবে।

এবার সেভ করতে হলে Save this animation এ ক্লিক করুন আর সেভ করে রাখুন।

এবার আমরা দেখব কিভাবে ছবিকে এনিমেশন করতে হয় তার নিয়ম একই নিয়ম তবুও বলছি প্রথমে এখানে ক্লিক করুন তাহলে আগের মত একটি বক্স আসবে।

এখন Upload Pictures এ ক্লিক করুন তাহলে নিচের মত আরেকটি বক্স আসবে।

এবার Browse বাটনে ক্লিক করে আপনার ছবি দেখিয়ে দিন যে ছবি দিয়ে এনিমেশন তৈরি করবেন।

পরিশেষে Create animation এ ক্লিক করুন তারপর সেভ করে দেখুন কেমন হয়েছে আপনার ছবি।

বিঃদ্রঃ ছবি গুলো আপলোড করার আগে ফটোশপে একই মাপের তিনটি ছবি নিয়ে সেভ করে রাখুন।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune 🙂

Thakn u . amar tune ta kobe korben?

দারুন ! শুকরিয়া।

অসাম
খুব মজা পাইলাম

বাহ ভাল তো!