ডাউনলোড করে নিন Internet Explorer9

হ্যা আমি সত্য বলছি, মাইক্রসফট তদের ব্রাউজারকে আরও উন্নত করেছে এবং সবার ব্যবহারের জন্য তা প্রাথমিক অবস্থায় ছেরে দিয়েছে। এবং তারা বলছে যে এই ব্রাউজার ব্যবহার করলে ভিডিও নাকি আরও ভাল ভাবে দেখা যাবে বিষেশ করে বাংলাদেশের মত দেশগুলোতে, যেখানে ইন্টারনেটের স্পিড খুব কম। তবে এ সব শুধু টেষ্ট করার জন্য কারণ তারা এখনও Internet Explorer9 এর ফাইনাল ভার্সন ছাড়েনি, শুধু প্রিভিউ ছেড়েছে। তাহলে আর দেরী কেন?! জলদি ডাউনলোড করে ব্যবহার করে দেখুন। ডাউনলোড লিংক: http://ie.microsoft.com/testdrive/info/ThankYou/Default.html

আর হ্যা ব্যবহার করার পরে শেয়ার করার কথা বুলবেন না।

দুঃখিত আমি লেখার ভেতর লিংক দিতে পারি না।

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks……….a lotttttttttttt

Level New

দেখতে হবে

ভাইয়া ডাউনলোড করে নিয়েছি।আপনাকে অনেক ধন্যবাদ।

এই যুগেও ইন্টারনেট এক্সপ্লোরার !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ভাই ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে কিন্তু বাংলা অনলাইন প্রত্রিকা খুব ভাল ভাবে পড়া যায়। আমি প্রতিদিন পড়ি। আর ইন্টারনে এক্সপ্লোরার ও মজিলা ফায়ার ফক্সের মত শক্তিশালী ব্রাউজার আমার মতে আর নেই। খুব কম ক্রেস করে।

সত্যিকথা ইন্টারনেট এক্সপ্লোরারে বাংলা পত্রিকা ভালো পরা যায় তাই আমিও বেশির ভাগ সময় ইহা ব্যবহার করি গুগল ক্রমও ব্যবহার করি তাই এই তথ্যটি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ তবে ভাই ইহাকি উইন্ডো এক্সপিতে কাজ হয়?জানালে খুশি হবো.

    ভাই আমি তো উইন্ডোজ সেভেন ব্যবহার করি, তবে আমার মনে হয় যেহেতু মাইক্রোসফট থেকে তৈরী আর উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশী তাই তারা হয়ত এক্সপির জন্যও তৈরী করেছে। ব্যবহার করে দেখতে পারেন এবং শেয়ার করুন।

    আমার জানামতে এই ভার্সনটি শুধু উইন্ডোজ সেভেন সাপোর্ট করবে ।এক্সপি আর ভিস্তা সাপোর্ট করবে না। আর এখনতো অনলাইনে মজিলা বা ক্রোম দিয়ে অনেক পত্তিকাই পড়া যায়। প্রথম আলো ,কালের কন্ঠ ,যুগান্তর আমি প্রতিদিন পড়ি অন্যদের কথা বলতে পারলাম না

অত্যন্ত দুঃখের বিষয় হলো। মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ৯ ব্যাবহার করতে দিবে না। তবে উইন্ডোজ সেভেন ও ভিস্তাতে এটি ব্যাবহার করা যাবে।