টেক ফান [পর্ব-৮] :: গুজব টুয়েন্টি ফোর ডট কম ১৮+

দেশে মাঝে মাঝে বিচিত্র হুজুগ শুরু হয়। যেমন, শুরু হয়েছিল ডেস্টিনি এবং এরকম কিছু। অনলাইনে একসময় শুরু হয়েছিল কম্যুনিটি ব্লগ বানানো। মুড়ি মুড়কির মতো ব্লগ। বিশিষ্টজনেরা মত প্রকাশ করেছিলেন একসময় কেজি দরে ব্লগ পাওয়া যাবে। তাদের আশংকা সত্য হয় নি। ব্লগ প্রকাশ বন্ধ হয়েছে।

 

তারপর ফেসবুকে পেজ খোলা। হাজার হাজার পেজ খোলা হল।

 

ইদানীং শুরু হয়েছে অনলাইন পত্রিকা প্রকাশ। যেদিকে তাকান দেখবেন অনলাইন পত্রিকা। অনলাইন পত্রিকাগুলোর বেশীরভাগের পিছনে লাগানো থাকে ২৪। এছাড়া বিভিন্ন বিচিত্র সব ক্রিয়েটিভ নামের সমাহার ঘটছে এইসব অনলাইন পত্রিকায়।

অনলাইন পত্রিকা বানিয়ে কি ফায়দা বুঝে আসে না!

 

গুগলের বিজ্ঞাপণ ও দেখানো যাবে না, যেহেতু ভাষা বাংলা।

দেশের বিজ্ঞাপণ দাতারাও বিডিনিউজ২৪ বা বাংলানিউজ২৪ সহ আরো কয়েকটা ভালো অনলাইন পত্রিকা থাকতে সদ্য গজানো নতুন পত্রিকায় বিজ্ঞাপণ দিবে মনে হয় না।

তাহলে কেনো এই অনলাইন পত্রিকা বিস্ফোরন?

তাও যদি দেখা যেত রুচিশীল বিদগ্ধ সব লেখা প্রকাশিত হচ্ছে। দেশ জাতি এসব লেখায় খুঁজে পাচ্ছে আশার আলো। কিন্তু তা তো হচ্ছেই না, উলটো সুড়সুড়ি মার্কা হেডলাইন, ততোধিক সুড়সুড়ি যুক্ত ছবি এবং ভাষ্যযুক্ত নিউজ হচ্ছে, সেগুলো থাকছে সর্বোচ্চ পঠিত তালিকার লিস্টে।

কিছু উদাহরণঃ যাতে সবাই বুঝতে পারেন আমাদের অনলাইন সাংবাদিকতার ক্রিয়েটিভিটি

এই লেখার জন্য কয়েকটি অনলাইন পত্রিকার রিপোর্ট এবং সর্বোচ্চ পঠিত নিউজের স্ক্রিনশট নিলাম।

এসব উদ্ভট হেডলাইনের খবর ছড়িয়ে দেয়া হচ্ছে ফেসবুকে। সাধারণ ফেসবুক ইউজার থেকে ধাড়ী ইউজার পর্যন্ত হয়ে পড়ছেন বিভ্রান্ত। শেয়ারে শেয়ারে সয়লাব হয়ে যাচ্ছে ফেসবুক।

অনেকটাই গুজব নির্ভর এই সব খবর প্রকাশ করা কি আসলে সাংবাদিকতার পর্যায়ে পড়ে?

হ্যা। অনেক ভালো অনলাইন পত্রিকা আছে। কিন্তু বেশীরভাগের অবস্থা কিন্তু ঐ উপরের নিউজ গুলোর মতই। অনেক সময় বড় অনলাইন পত্রিকাগুলো এরকম উদ্ভট, ১৮+ শিরোনাম দিয়ে থাকে।

সবই পাঠক প্রাপ্তির আসায়। সহজে কিছু ট্রাফিক পাওয়া।

আসা করছি অচিরেই এই অনলাইন টুয়েন্টি ফোরের হুজুগ বন্ধ হবে।

এই লেখা এডমিন রা সরিয়ে দিতে পারে ১৮+ হিসাবে। শুধু আমি একটু সচেতনতার জন্য দিলাম। যাদের অনলাইন পত্রিকা বানানোর ইচ্ছা আছে তারা যেন এ পথে না হাটেন।

সহজে পাঠক আকৃষ্ট করা গেলেও এই পদ্ধতি অবশ্যই ভালো কিছু না।

আচ্ছা, আমার ওয়েবসাইট টা দেখতে পারেন। নতুন ডোমেইন সেট আপ দিলাম আজ।

আরেকটা তথ্য গুজব২৪ ডট কম ডোমেইন দেখলাম কেউ কিনে  নাই এখনো। খালি আছে।

Level 0

আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Like

Level 0

100 Like 4 u…………..

Level 0

হ ভাই ঠিকই কইছেন।