নাম সর্বস্ব ডিজিটাল বাংলাদেশ নয়, তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ চাই(ফেসবুক প্রসঙ্গ)

শেষপর্যন্ত আবারো ফেসবুকে আসতে পারলাম। আমার এক বন্ধুর সহযোগীতায় গত দু'দিন ধরে ফেসবুকে আসলাম। ডিজিটাল সাইনবোর্ডের ব্যানারে এনালগ যুগীয় সরকার তার কর্মক্ষমতা দেখাল সাথে সাথে দেখাল কারিগরী দিকথেকে তারা কত দুর্বল। একটা তুচ্ছ ঘটনা(অজ্ঞতা) কে অবলম্বন করে ফেসবুকের মত জনপ্রিয় সামাজীক সাইট বন্ধকরেদেবার মত মুর্খামী প্রকাশ করল বিটিআরসি।যাদের দরকার এক্সপার্ট আইটি টিম তারা কি না সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা কয়েকজন অদক্ষ টেকনিশিয়ান নিয়ে প্রমান করতে চাইছেন তারা সর্বময় জ্ঞাত আইটি বিশেসজ্ঞ।

তুচ্ছ ঘটনার প্রেক্ষিতে ফেসবুকের মত সাইট বন্ধ করে দিতে পারেন অথচ তাদের নিয়ন্ত্রীত টেলিকমিউনিকেশনে আমরা তো এই সেবা পাইনা। ফোনে বিরক্তিকর কোন কলার কে ট্রেক করার জন্য কি তাদের কোন সেবা আছে? নেই...।অথচ এটা তাদের নিশ্চিৎ করা একান্ত দায়ীত্ব।

এই সভ্যতা এখন ইন্টারনেটের উপর অনেকাংশেই দাড়িয়ে....সাড়াপৃথিবীতে ইন্টারনেট নির্ভর সভ্যতা সবচেয়ে বেশি এগিয়ে। এই সময়ে আমাদের উচিৎ দেশের নেট ইউজারদের উৎসাহীত করা, তাদের যত বেশি ইন্টারনেটে যুক্ত করা যাবে তত বেশি গতি পাবে আমাদের আধুনিক প্রযুক্তি নির্ভর অগ্রযাত্রা। মধ্যযুগীয় মানসিকতা এখনো ধারন করে রাখলে ডিজিটাল বাংলাদেশ স্বপ্লই থাকবে। চাই এই মানসিকতার পরিবর্তন।শুধু নাম সর্বস্ব ডিজিটাল বাংলাদেশ নয় সমৃদ্ধ আর গতীময় বাংলাদেশ চাই। পারশ্পরিক যোগাযোগে তথ্যপ্রযুক্তির ব্যাবহার চাই। চাই তথ্যের অবাদ প্রবাহ।

Level 0

আমি সাদিক মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি হউক সবার, সবখানে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশ এত মেধাবী থাকেতে তারা যে কোন রাম ছাগল দের আইটি তে নিয়োগ দিয়েছে আল্লাহ জানে ???

    ডিজিটাল বাংলাদেশ নয় এনালগ বাংলাদেশ তৈরী করবে সরকার …..

    ফাহিম রেজা বাঁধনের সাথে পুরোপুরি একমত প্রকাশ করছি। আসলেও এখন মনে হয় এ বিষয়ে বিষদভাবে ভাবনা চিন্তা করার সময় এসেছে, তা না হলে ডিজিটাল বাংলাদেশ শুধু নামেই থাকবে, কখনো আর আলোর মুখ দেখবে বলে মনে হয় না।

আশোলে এটা খুবই খারাপ করছে হাসিনা বিবি…

    Level 0

    ভাই নাম লইয়েননা ……এমনিতে যা পারেন পচান…।কারন না হয় আবার টেক্টিউন বন্ধ করে দিবে

    LuckyFM ভাইয়ের সাথে সহমত….

    অপু সিং কমেন্ট করছেন ভাল কথা !! ভাই কার নাম নিয়ে কমেন্ট করবেন না প্লিজ !! একটা কথা মনে রাখবেন জ়ড় যার মুল্লুক তার

Freegate Software দিয়ে Facebook browse করা যায়।
Download Link
http://download.cnet.com/Freegate/3000-2085_4-10415391.html

তথ্যপ্রযুক্তি বাদে যদি মুখের বুলিতে ডিজিটাল করা যায় তাহলে ঐ সবের দরকার কি?…………… হা হা 🙂

    চাপা বাজিতে যদি কোন প্রতিযোগিতা থাকত তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে প্রথম হইত।

বাংলাদেশ কখনও ডিজিটাল হবে না যতদিন পযন্ত’ বাজনৈতিক দলগুলো ঠিক না হয় ।

    দোশ খালি রাজনৈতিক দল গুলারও না ভাই আমাদেরও আছে,প্রতিবার ভুলটা আমরা করি আর এই ভুলের সুযোগটা নেয় আমাদের প্রিয় রাজনীতিবিদরা।

    ”প্রতিবার ভুলটা” বলতে কি বুঝালেন, আতাউর ভাই ?

    ভুলটা বোঝাইতে চাইছি নির্বাচনের সময় রাজনীতিবিদরা আসেন আমাদের কাছে ভোট চাইতেন আর আমরা যোগ্যব্যক্তি না দেখে শুধু কোন দলের প্রার্থি সেটা দেখেই মুল্যবান ভোট খানা দিয়া দেই।

“যাদের দরকার এক্সপার্ট আইটি টিম তারা কি না সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা কয়েকজন অদক্ষ টেকনিশিয়ান নিয়ে প্রমান করতে চাইছেন তারা সর্বময় জ্ঞাত আইটি বিশেসজ্ঞ”
জটিল কথা বলেছেন ভাই ।
সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা কয়েকজন অদক্ষ টেকনিশিয়ান………… সত্যিই মাথামোটা সব গাধা গুলা।

আরে ভাই সাবধান!!!! এখন ডিজিটাল জামানায় উচিত কথা বললে আপনি ও ব্লক হয়ে যেতে পারেন যেকোন সময়……………….সো সাবধান!!

Level 0

আপনার জীবনের প্রযুক্তিও অফ হয়ে যেতে পারে। আমাদের দেশের সুন্দর নিয়ম , কি দরকার মাথা ব্যাথার, মাথা কাটলেই তো সমাধান।

কোন দল বা গোত্রের অন্ধ ভক্তি যতদিন না আমরা ত্যাগ করতে পারবো ততদিন কোন কিছুই বদলাবেনা….না প্রযুক্তি, না অর্থনিতী। সবকিছু বদলের আগে যা বদলাতে হবে তা বদলানো বাঙ্গালীর পক্ষে অনেক কষ্টের ।