বাংলালিংক 3G ফ্রি নেট! পিসি এবং মোবাইলে! (২য় খন্ড)

 প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সেদিনের লিংকটি কাজ করে নি। আমি আন্তরিক ভাবে দুঃখিত।

বি:দ্র: ৩জি প্রযুক্তির জন্য আপনাকে ৩জি নেটওর্য়াকের এরিয়ার ভিতর থাকতে হবে!

আসুন শুরু করি।

পিসিতে:

আমার বাংলালিংক মডেম নাই। তাই জিপি মোডেমে কনফিগারেশন টা করে দিলাম। আপনার কাছে যেই মডেলের যেই ব্যান্ডের মডেম আছে তাতেই কনফিগারেশন টা করে নিবেন। কাজ হবে (যদি করতে পারেন আর কি)!  😎

> মডেম কনফিগারেশন: প্রোফাইল নিজের মতো একটি নাম দিবেন > APN type দিবেন Static > APN ঘরে লিখবেন blwap> এবং সবশেষে Access Number ঘরে লিখবেন *99***1#
 

> মডেম কনফিগারেশন: প্রোফাইল নিজের মতো একটি নাম দিবেন > APN type দিবেন Static > APN ঘরে লিখবেন blwap> এবং সবশেষে Access Number ঘরে লিখবেন *99***1#

এবার এই কনফিগটা দিয়ে মডেম কানেক্ট দিন।

এরপর নিচের ফাইলটা ডাউনলোড করে নিন:

 http://qfs.mobi/f413277

ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করুন। এরপর দেখবেন সেটিং নামে একটি প্রোগ্রাম ফাইল রয়েছে। সেটায় ডাবল ক্লিক করে ওপেন করুন। এখানে নিচের মতো করে নিন:

সেটিং: ম্যানুয়াল প্রোক্সি ঘরে লিখুন 82.145.209.241 আর Port ঘরে লিখুন 80

 

> সেটিং: ম্যানুয়াল প্রোক্সি ঘরে লিখুন 82.145.209.241 আর Port ঘরে লিখুন 80

তারপর ওপেরা মিনি ৭.১ প্রোগ্রামে ক্লিক করুন ।

এখানে সেটিং করে নিন:

> Proxy Type অংশে HTTP নির্বাচন করুন।

> Proxy Sever ঘরে লিখুন 0.facebook.com (82.145.209.241 লিখতে পারেন স্পিড কম মনে হলে)

এবার সেভ করে এই স্ক্রিণ বার বার দেখতে না চাইলে Show on Start ঘরে টিক চিহ্ন উঠিয়ে দিন।

আর কিছু লাগবে না!! স্বাভাবিক ভাবে ব্রাউজ শুরু করুন। ডাউনলোড করুন আনলিমিটেড। ডাউনলোডকৃত ফাইলগুলো আপনি filesystem ফোল্ডারে পাবেন।

মোবাইলে:

প্রথমে মোবাইলের নেটওর্য়্যাক অপশনের কানেক্টশন সেটিং য়ে নিচের মতো করে কনফিগারেশন করে নিন:

Name : Whatever you wish
APN : internet
Proxy : 82.145.209.241
Port : 80

 

এই সেটিং দিয়ে যেকোনো অফিসিয়াল অপেরা মিনিতে ফ্রি নেট ব্যবহার করা যাবে। কোনো হ্যান্ডলার সংস্করণ লাগবে না।

সেটিং:

> উপরের কনফিগারেশনকৃত সেটিং দিয়ে যেকোনো অফিসিয়াল অপেরা মিনিতে প্রবেশ করুন

> এড্রেস বারে লিখুন opera:config

> নতুন একটি পেজ আসবে। সেখানে Loading Timeout ঘরে 3600 লিখুন এবং Minimum phone number length ঘরে ৯ নির্বাচন করুন। এরপর সেভ বাটনে ক্লিক করে পেজ হতে বেরিয়ে আসুন

>  এখন অপেরার সেটিং মেনু তে গিয়ে Setting>Advance>Protocol>HTTP নির্বাচন করুন।

 

ব্যাস এবার ব্রাউজিং করুন 0.facebook.com এ গিয়ে। ফ্রি! অন্য সাইট দেখতে চাইলে ফেসবুকে কমন্টে করুন সেই সাইটের নাম আর ডাউনলোড করতে চাইলে এই প্রোক্সি সাইট টি ব্যবহার করুন hideme.bd

 

ধন্যবাদ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai big file download ney na kono solution thkle bolen

Mobile Speed ভালোই পাই ৷ কিন্তু সমস্যা অন্য জায়গায় কয়েক বার লোড বা কয়েকটা পোষ্ট পড়ার পরই Error, মারে ৷Solution plz

কোন টিউনার ভাই আমাকে সাহায্য করুন দুই সপ্তাহ দরে একটাও টিউন করতে পারিনি লেখা আসে
টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি)

Level 0

Jahid bhai koi apni pls bhai kisu koren